জাহীদ রেজা নূর
এদিন মুক্ত হয় মাদারীপুর শহর। প্রচণ্ড যুদ্ধের পর মুক্তিবাহিনী মাদারীপুর শহর দখল করে নেয়। তখন পাকিস্তানি সৈন্যরা পালাচ্ছিল। ওরা যেন পালাতে না-পারে, সেটা নিশ্চিত করতে মাদারীপুরের মুক্তিযোদ্ধারা রাজৈরের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে সমাদ্দার ব্রিজের কাছে সমবেত হন। তিন দিন প্রচণ্ড যুদ্ধের পর হানাদাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
এদিন ঢাকার ওপর ভারতীয় বিমানবাহিনীর কোনো বিমান আক্রমণ ছিল না। তিনটি বিমানে করে বিদেশিরা ঢাকা থেকে কলকাতায় যেতে সমর্থ হন। সেদিনই প্রথম ঢাকায় যৌথবাহিনীর কামানের গর্জন শোনা যায়।
এদিকে আন্তর্জাতিক মহলে চলছিল আরেক নাটক। মার্কিন প্রশাসন সোভিয়েতকে হুঁশিয়ার করে বলেছিল, যদি তারা ভারতকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য না করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। মার্কিন প্রশাসন পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল, এবার এই যুদ্ধে হস্তক্ষেপ করতে যাচ্ছে তারা। এই সংবাদ পেয়ে জেনারেল গুল হাসান টেলিফোনে পশতু ভাষায় নিয়াজীকে জানিয়ে দেন, ১৩ ডিসেম্বর দুপুরে পাকিস্তান বাহিনীকে সাহায্য করার জন্য উত্তর ও দক্ষিণ দিক দিয়ে বন্ধুরা এসে পড়বে। হতোদ্যম নিয়াজী যেন প্রাণ ফিরে পান। দক্ষিণ দিক দিয়ে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে আসবে। এদিন রাতে প্রাদেশিক সরকারের বেসামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী আলবদর ও আলশামসের কেন্দ্রীয় অধিনায়কদের ডেকে পাঠান সদর দপ্তরে। এই রাতে পাকিস্তানি সেনাদের নিয়ে আলবদর বাহিনী সাংবাদিক নিজামউদ্দিন আহমেদকে তাঁর বাসভবন থেকে অপহরণ করে।
এদিন নীলফামারী, গাইবান্ধা, সরিষাবাড়ী, ভেড়ামারা, শ্রীপুর হানাদারমুক্ত হয়। সপ্তম নৌবহর যদি চলে আসে, তবে তার চলাচল বিঘ্নিত করার জন্য উপকূলীয় এলাকার ছোট-বড় নানা ধরনের জাহাজ এবং নৌযান ধ্বংস করে ফেলে ভারতীয় নৌবাহিনী। উপকূলীয় অবকাঠামো এবং কক্সবাজার বিমানবন্দর অকেজো করে ফেলা হয়।
পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নূরুল আমিন কঠোর ভাষায় ভারতকে হুঁশিয়ার করে পাকিস্তান থেকে চলে যেতে বলেন। এদিন মওলানা ভাসানী এক বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে সমর্থন দেওয়ার জন্য ভারত সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।
মার্কিন হামলা কিংবা চীনের হস্তক্ষেপের হুমকি মোকাবিলায় দিল্লিতে সোভিয়েত কূটনীতিক কুজনিৎসোভ এবং মস্কোয় ভারতীয় কূটনীতিক ডি পি ধরের মধ্যে আলোচনা হয়। এদিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশেষভাবে আয়োজিত এক জনসভায় সামনে ‘অন্ধকার দিন’ ও ‘দীর্ঘতর যুদ্ধের সম্ভাবনা’ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দেন। মার্কিন চরমপত্র প্রত্যাখ্যান করে জাতিসংঘ মহাসচিব উ থান্টকে এক বার্তায় ইন্দিরা গান্ধী জানান, ভারত যুদ্ধবিরতি ঘোষণা এবং ভারতীয় সৈন্য দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত আছে, তবে সেটা হতে পারবে শুধু পাকিস্তান বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করলে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছতে সম্মত হলে।
সূত্র: ১২ ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকা। হাসান ফেরদৌস, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা।
এদিন মুক্ত হয় মাদারীপুর শহর। প্রচণ্ড যুদ্ধের পর মুক্তিবাহিনী মাদারীপুর শহর দখল করে নেয়। তখন পাকিস্তানি সৈন্যরা পালাচ্ছিল। ওরা যেন পালাতে না-পারে, সেটা নিশ্চিত করতে মাদারীপুরের মুক্তিযোদ্ধারা রাজৈরের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে সমাদ্দার ব্রিজের কাছে সমবেত হন। তিন দিন প্রচণ্ড যুদ্ধের পর হানাদাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
এদিন ঢাকার ওপর ভারতীয় বিমানবাহিনীর কোনো বিমান আক্রমণ ছিল না। তিনটি বিমানে করে বিদেশিরা ঢাকা থেকে কলকাতায় যেতে সমর্থ হন। সেদিনই প্রথম ঢাকায় যৌথবাহিনীর কামানের গর্জন শোনা যায়।
এদিকে আন্তর্জাতিক মহলে চলছিল আরেক নাটক। মার্কিন প্রশাসন সোভিয়েতকে হুঁশিয়ার করে বলেছিল, যদি তারা ভারতকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য না করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। মার্কিন প্রশাসন পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল, এবার এই যুদ্ধে হস্তক্ষেপ করতে যাচ্ছে তারা। এই সংবাদ পেয়ে জেনারেল গুল হাসান টেলিফোনে পশতু ভাষায় নিয়াজীকে জানিয়ে দেন, ১৩ ডিসেম্বর দুপুরে পাকিস্তান বাহিনীকে সাহায্য করার জন্য উত্তর ও দক্ষিণ দিক দিয়ে বন্ধুরা এসে পড়বে। হতোদ্যম নিয়াজী যেন প্রাণ ফিরে পান। দক্ষিণ দিক দিয়ে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে আসবে। এদিন রাতে প্রাদেশিক সরকারের বেসামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী আলবদর ও আলশামসের কেন্দ্রীয় অধিনায়কদের ডেকে পাঠান সদর দপ্তরে। এই রাতে পাকিস্তানি সেনাদের নিয়ে আলবদর বাহিনী সাংবাদিক নিজামউদ্দিন আহমেদকে তাঁর বাসভবন থেকে অপহরণ করে।
এদিন নীলফামারী, গাইবান্ধা, সরিষাবাড়ী, ভেড়ামারা, শ্রীপুর হানাদারমুক্ত হয়। সপ্তম নৌবহর যদি চলে আসে, তবে তার চলাচল বিঘ্নিত করার জন্য উপকূলীয় এলাকার ছোট-বড় নানা ধরনের জাহাজ এবং নৌযান ধ্বংস করে ফেলে ভারতীয় নৌবাহিনী। উপকূলীয় অবকাঠামো এবং কক্সবাজার বিমানবন্দর অকেজো করে ফেলা হয়।
পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নূরুল আমিন কঠোর ভাষায় ভারতকে হুঁশিয়ার করে পাকিস্তান থেকে চলে যেতে বলেন। এদিন মওলানা ভাসানী এক বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে সমর্থন দেওয়ার জন্য ভারত সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।
মার্কিন হামলা কিংবা চীনের হস্তক্ষেপের হুমকি মোকাবিলায় দিল্লিতে সোভিয়েত কূটনীতিক কুজনিৎসোভ এবং মস্কোয় ভারতীয় কূটনীতিক ডি পি ধরের মধ্যে আলোচনা হয়। এদিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশেষভাবে আয়োজিত এক জনসভায় সামনে ‘অন্ধকার দিন’ ও ‘দীর্ঘতর যুদ্ধের সম্ভাবনা’ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দেন। মার্কিন চরমপত্র প্রত্যাখ্যান করে জাতিসংঘ মহাসচিব উ থান্টকে এক বার্তায় ইন্দিরা গান্ধী জানান, ভারত যুদ্ধবিরতি ঘোষণা এবং ভারতীয় সৈন্য দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত আছে, তবে সেটা হতে পারবে শুধু পাকিস্তান বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করলে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছতে সম্মত হলে।
সূত্র: ১২ ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকা। হাসান ফেরদৌস, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪