Ajker Patrika

নির্বাচনী প্রতিহিংসায় পুড়ল ৫২টি জাল

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ০৬
নির্বাচনী প্রতিহিংসায়  পুড়ল ৫২টি জাল

বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী প্রতিহিংসায় এক জেলের ৫২টি বুটো জাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরুলিয়া গ্রামে গতকাল শুক্রবার ভোরে জাল পুড়িয়ে দেওয়ার ঘটনাটি ঘটে।

আগুনে এ সময় কমপক্ষে দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন ওই জেলে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত জেলে মানুষ হালদার (৪৫) কান্নাজড়িতকণ্ঠে বলেন, ‘বৃদ্ধা মা, স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে আমার পাঁচ সদস্যর পরিবার। বুটো জাল দিয়ে পরের ঘেরের বাগদা চিংড়ি মাছ ধরে দিয়ে জীবিকা নির্বাহ করি। গত ২০ সেপ্টেম্বর আমাদের এখানে নির্বাচন হয়। ওই নির্বাচনে আমি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোরগ প্রতীকের পরিতোষ মণ্ডলের সমর্থক ছিলাম। কিন্তু নির্বাচনে ফুটবল প্রতীকের কিশোর মজুমদার জয়লাভ করেন। এরপর থেকে তার কয়েকজন সমর্থক আমাকে হুমকি-ধমকি দিতে থাকে। তাঁদের মধ্যে একজন আমার জালগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এখন আমি পরিবারের লোকদের কী খায়াবো। আমি এর বিচার ও ক্ষতিপূরণ চাই।’

চিতলমারী সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য পরিতোষ মণ্ডল বলেন, ‘নির্বাচনে মানুষ হালদার আমার পক্ষে কাজ করেছে। এটাই তাঁর কাল হয়েছে। তাই জালগুলো পুড়িয়ে দেওয়া হলো। ওই জালগুলো সে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিল। এখন তাঁকে পরিবার নিয়ে পথে বসতে হবে।’

ওই ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য কিশোর মজুমদার বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবে। মানুষ হালদার আমার পক্ষে কাজ করেননি এটা ঠিক। কিন্তু তাই বলে তাঁর এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না। যারা এ কাজ করেছেন তাঁদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত