Ajker Patrika

ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয় : স্পিকার

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১৪: ২০
ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয় : স্পিকার

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম অনুকরণীয়। জাতি গঠনে তাঁর অবদানগুলো সকলের কাছে ছড়িয়ে দিতে হবে, এর মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর মতো জীবন গঠনে উৎসাহ পাবে।’

গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, রংপুর পুলিশের এএসপি কামরুজ্জামান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সম্পাদক আসিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতন প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

এর আগে পীরগঞ্জের ফতেহপুরে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রংপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো।

উপজেলার সদর ইউনিয়নের ফতেহপুর গ্রামে ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি এম এ ওয়াজেদ মিয়া জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল কাদের মিয়া ও মা ময়েজুন্নেসার চার ছেলে ও তিন মেয়ে। তার মধ্যে ওয়াজেদ মিয়া ছিলেন সর্বকনিষ্ঠ।

২০০৯ সালের ৯ মে ওয়াজেদ মিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁকে পীরগঞ্জের ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত