Ajker Patrika

তামান্নাকে পরিবারের কাছে হস্তান্তর

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১: ২৪
তামান্নাকে পরিবারের কাছে হস্তান্তর

শিশু তামান্নাকে (৭) তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নেত্রকোনার বারহাট্টা থানা-পুলিশ ও স্থানীয় কিছু শিক্ষার্থীর সহযোগিতায় তার পরিবারের খোঁজ পাওয়া যায়।

জানা গেছে, বারহাট্টা রেল স্টেশন এলাকায় গত বৃহস্পতিবার কান্নারত অবস্থায় শিশুটিকে পাওয়ার একদিন পর গত শুক্রবার বিকেলে বারহাট্টা থানায় পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশু তামান্না নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দাপুনিয়া গ্রামের হেকিমের কন্যা।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, তামান্নাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের থানা-পুলিশ অনেক খুশি। যাঁরা নিউজ করে ও পোস্ট শেয়ার করে আমাদের সাহায্য করেছেন তাদের বারহাট্টা থানা-পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি এমন মানবিক কাজে সব সময় সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করবে। তিনি আরও জানান, মেয়েটির বাবা হেকিম একজন প্রতিবন্ধী। গত ৭-৮ মাস আগে তামান্নার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। তবে মেয়েটি পূর্বধলা থেকে কীভাবে বারহাট্টা স্টেশনে এসে পৌঁছেছে সেটা বলতে পারেনি। ধারণা করছি ভুল করে ট্রেনে উঠে বারহাট্টা স্টেশনে এসে নামে।

গত শুক্রবার দৈনিক আজকের পত্রিকায় ‘স্টেশন থেকে উদ্ধার শিশুটি কার’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত