Ajker Patrika

হত্যা মামলার রায়ে আদালতে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
হত্যা মামলার রায়ে আদালতে হট্টগোল

একটি হত্যা মামলায় রায়ের পর চট্টগ্রামের নতুন আদালত ভবনে হট্টগোল হয়েছে। গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির তৃতীয় তলায় এমন হট্টগোল দেখা যায়।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের স্বজনদের মধ্যে কয়েক নারীকে কাঁদতে দেখা যায়। তাঁদের একজন কাঁদতে কাঁদতে মূর্ছা যান। পুরুষদের কয়েকজনকেও চিৎকার করে ক্ষোভ ঝাড়তে ও আহাজারি করতে দেখা যায়। এক নারীকে দেখা গেছে, স্যান্ডেল হাতে নিয়ে একজনকে তাড়া করছেন।

২০১৪ সালে ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন হামজারবাগে নুরুল আলম রাজু নামের এক ছাত্রলীগ কর্মী খুন হন। ওই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক গতকাল ৬ আসামির যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।

তাঁরা হলেন মোহাম্মদ জহির, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ দিপু। আসামি ইমন ও দিপুর উপস্থিতিতে রায় ঘোষণা দেওয়া হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। একই সঙ্গে তাঁদের সবাইকে ১০ হাজার টাকার অর্থদণ্ড করেন। একই রায়ে ১৫ আসামি খালাস পান।

রায় ঘোষণার পরপরই এজলাস কক্ষের বাইরে অপেক্ষারত স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রায় শোনার পর নারীরা কান্নাকাটি শুরু করেন। অন্য স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পুরুষদের কেউ কেউ রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, রায়ে অবিচার হয়েছে।

রায় শেষে আদালতের এজলাসকক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশি প্রহরায় হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের পেছনে পেছনে থাকা স্বজনদের আহাজারি আরও তীব্র হয়। বেড়ে যায় কান্না ও হট্টগোল। সেখানে মাঝবয়সী একজন নারী অচেতন হয়ে পড়েন। পরে মুখে পানি ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন অন্যরা। সেখানে হাতে স্যান্ডেল নিয়ে একজন ক্যামেরাপারসনকে তাড়া করেন এক আসামির নারী স্বজন।

আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান সাজ্জাদ বলেন, ‘এই রায়ে আমরা অসন্তুষ্ট। খুন প্রমাণিত হওয়ার মতো উপযুক্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপিত হয়নি। এখানে অবিচার হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যথাসময়ে আপিল করব।’

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইযুব খান বলেন, আদালতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে খুনে সম্পৃক্ততার প্রমাণ করতে পারায় ৬ আসামির যাবজ্জীবন সাজা হয়েছে। এ ছাড়া তথ্য-প্রমাণ সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ১৫ আসামি খালাস পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত