নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
একটি হত্যা মামলায় রায়ের পর চট্টগ্রামের নতুন আদালত ভবনে হট্টগোল হয়েছে। গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির তৃতীয় তলায় এমন হট্টগোল দেখা যায়।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের স্বজনদের মধ্যে কয়েক নারীকে কাঁদতে দেখা যায়। তাঁদের একজন কাঁদতে কাঁদতে মূর্ছা যান। পুরুষদের কয়েকজনকেও চিৎকার করে ক্ষোভ ঝাড়তে ও আহাজারি করতে দেখা যায়। এক নারীকে দেখা গেছে, স্যান্ডেল হাতে নিয়ে একজনকে তাড়া করছেন।
২০১৪ সালে ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন হামজারবাগে নুরুল আলম রাজু নামের এক ছাত্রলীগ কর্মী খুন হন। ওই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক গতকাল ৬ আসামির যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।
তাঁরা হলেন মোহাম্মদ জহির, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ দিপু। আসামি ইমন ও দিপুর উপস্থিতিতে রায় ঘোষণা দেওয়া হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। একই সঙ্গে তাঁদের সবাইকে ১০ হাজার টাকার অর্থদণ্ড করেন। একই রায়ে ১৫ আসামি খালাস পান।
রায় ঘোষণার পরপরই এজলাস কক্ষের বাইরে অপেক্ষারত স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রায় শোনার পর নারীরা কান্নাকাটি শুরু করেন। অন্য স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পুরুষদের কেউ কেউ রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, রায়ে অবিচার হয়েছে।
রায় শেষে আদালতের এজলাসকক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশি প্রহরায় হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের পেছনে পেছনে থাকা স্বজনদের আহাজারি আরও তীব্র হয়। বেড়ে যায় কান্না ও হট্টগোল। সেখানে মাঝবয়সী একজন নারী অচেতন হয়ে পড়েন। পরে মুখে পানি ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন অন্যরা। সেখানে হাতে স্যান্ডেল নিয়ে একজন ক্যামেরাপারসনকে তাড়া করেন এক আসামির নারী স্বজন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান সাজ্জাদ বলেন, ‘এই রায়ে আমরা অসন্তুষ্ট। খুন প্রমাণিত হওয়ার মতো উপযুক্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপিত হয়নি। এখানে অবিচার হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যথাসময়ে আপিল করব।’
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইযুব খান বলেন, আদালতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে খুনে সম্পৃক্ততার প্রমাণ করতে পারায় ৬ আসামির যাবজ্জীবন সাজা হয়েছে। এ ছাড়া তথ্য-প্রমাণ সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ১৫ আসামি খালাস পেয়েছেন।
একটি হত্যা মামলায় রায়ের পর চট্টগ্রামের নতুন আদালত ভবনে হট্টগোল হয়েছে। গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির তৃতীয় তলায় এমন হট্টগোল দেখা যায়।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের স্বজনদের মধ্যে কয়েক নারীকে কাঁদতে দেখা যায়। তাঁদের একজন কাঁদতে কাঁদতে মূর্ছা যান। পুরুষদের কয়েকজনকেও চিৎকার করে ক্ষোভ ঝাড়তে ও আহাজারি করতে দেখা যায়। এক নারীকে দেখা গেছে, স্যান্ডেল হাতে নিয়ে একজনকে তাড়া করছেন।
২০১৪ সালে ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন হামজারবাগে নুরুল আলম রাজু নামের এক ছাত্রলীগ কর্মী খুন হন। ওই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক গতকাল ৬ আসামির যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।
তাঁরা হলেন মোহাম্মদ জহির, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ দিপু। আসামি ইমন ও দিপুর উপস্থিতিতে রায় ঘোষণা দেওয়া হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। একই সঙ্গে তাঁদের সবাইকে ১০ হাজার টাকার অর্থদণ্ড করেন। একই রায়ে ১৫ আসামি খালাস পান।
রায় ঘোষণার পরপরই এজলাস কক্ষের বাইরে অপেক্ষারত স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রায় শোনার পর নারীরা কান্নাকাটি শুরু করেন। অন্য স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পুরুষদের কেউ কেউ রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, রায়ে অবিচার হয়েছে।
রায় শেষে আদালতের এজলাসকক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশি প্রহরায় হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের পেছনে পেছনে থাকা স্বজনদের আহাজারি আরও তীব্র হয়। বেড়ে যায় কান্না ও হট্টগোল। সেখানে মাঝবয়সী একজন নারী অচেতন হয়ে পড়েন। পরে মুখে পানি ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন অন্যরা। সেখানে হাতে স্যান্ডেল নিয়ে একজন ক্যামেরাপারসনকে তাড়া করেন এক আসামির নারী স্বজন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান সাজ্জাদ বলেন, ‘এই রায়ে আমরা অসন্তুষ্ট। খুন প্রমাণিত হওয়ার মতো উপযুক্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপিত হয়নি। এখানে অবিচার হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যথাসময়ে আপিল করব।’
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইযুব খান বলেন, আদালতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে খুনে সম্পৃক্ততার প্রমাণ করতে পারায় ৬ আসামির যাবজ্জীবন সাজা হয়েছে। এ ছাড়া তথ্য-প্রমাণ সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ১৫ আসামি খালাস পেয়েছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫