Ajker Patrika

একটি না-বলা গল্প

একটি না-বলা গল্প

আজ সিনেপ্লেক্সগুলোসহ সারা দেশের বিভিন্ন হলে মুক্তি পাচ্ছে ‘একটি না-বলা গল্প’। মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘একটি না-বলা গল্প’। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সন্তান যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তার বাবার স্মৃতিতে উঠে আসে ১৯৭১। মুক্তিযুদ্ধের সময়ের নিজের জীবনের কিছু গোপন ঘটনা পরিবারকে জানানোর সিদ্ধান্ত নেন তিনি। বেরিয়ে আসে কিছু অনাকাঙ্ক্ষিত সত্য। সেই গোপন কিংবা না-বলা গল্পগুলো নিয়েই ‘একটি না-বলা গল্প’। বানিয়েছেন পঙ্কজ পালিত। এটি তাঁর পরিচালিত প্রথম সিনেমা। বিশ্বজিৎ চৌধুরীর কাহিনি অবলম্বনে চিত্রনাট্যও লিখেছেন পঙ্কজ পালিত।

নির্মাতা বলেন, ‘দুটি সময়ের গল্প দেখানো হয়েছে। গল্পে চমক আছে, আছে আবেগ। দর্শক নিরাশ হবেন না বলেই বিশ্বাস।’

সিনেমার শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত বছরের আগস্টে চট্টগ্রামে হয়েছিল উদ্বোধনী প্রদর্শনী। সরকারি অনুদানের সিনেমাটিতে অভিনয় করেছেন রওনক হাসান, রুনা খান, নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, ঈভন ও নাঈমা মুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত