Ajker Patrika

ঘন কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪৬
ঘন কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত

কুয়াশার কারণে গতকাল বুধবার ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকে। কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এ সময় নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

পরে সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করলেও লঞ্চ ও স্পিডবোট আরও কিছু সময় বন্ধ থাকে বলে জানা গেছে। কুয়াশা কেটে গেলেই সব নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। এবং ৮ থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মানদীর অববাহিকায় কুয়াশা বেড়ে গেলে সকাল থেকে এ সকল নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। সকালে যেসব যানবাহন চলেছে তাদেরও হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার কারণে আমরা নৌযান বন্ধ রেখেছি। কুয়াশা কেটে গেলে যে কোনো সময় চলাচল শুরু হবে।’

পরে বেলা সাড়ে দশটা থেকে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয় এবং ঘাট এলাকায় যাত্রীদের চাঞ্চল্য ফিরে আসে।

ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সাড়ে দশটার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ