Ajker Patrika

মুকসুদপুরে আচরণবিধি অবহিতকরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ২৪
মুকসুদপুরে আচরণবিধি অবহিতকরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের এ সভার আয়োজন করে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফারুক খান মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসেন উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান বক্তব্য দেন। সভায় মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনে যে ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করবে এবং সুষ্ঠু নির্বাচনে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত