Ajker Patrika

মাটির উপরিভাগ কাটা থামছে না জরিমানায়ও

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কোনোভাবেই থামছে না কৃষিজমির উপরিভাগ কেটে মাটি বিক্রি। প্রশাসনের অভিযানে জরিমানা করার পরও দুর্বৃত্তদের থামানো যাচ্ছে না। অভিযান পরিচালনার তিন দিনের মধ্যেই আবার শুরু হয়েছে মাটির উপরিভাগ কেটে বিক্রি।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বলা হচ্ছে, জমির উপরিভাগ কেটে মাটি নিলে জমি উর্বরতা শক্তি হারায়। তাই কোনোভাবেই জমির উপরিভাগ কাটা যাবে না। কাটলে জরিমানার বিধান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কালিনজুড়া হাওর থেকে একটি চক্র ফসলি জমির উপরিভাগ কেটে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভিটে তৈরি করার জন্য বিক্রি করছে। প্রতি ট্রাক্টর মাটি  ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করছে চক্রটি। অভিযোগ পেয়ে ২৬ ডিসেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম চক্রের দুই গাড়িচালক সাইফুল ও আব্দুর রহমানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু এর তিন দিন পরই আবারও মাটি বিক্রি শুরু করে চক্রটি।

গতকাল বৃহস্পতিবার সকালে বড় ট্রাক্টর (স্থানীয় ভাষায় কুত্তা গাড়ি) দিয়ে সেই মাটি পৌর সদরের লাল মিয়া বাজারে প্রভাত দেব ও আবু তাহের মিয়ার ভিটা ভরাট করতে দেখা গেছে।  

জানতে চাইলে অভিযুক্ত প্রভাত দেব বলেন, ‘মাটি তারা কোথা থেকে আনছে বলতে পারব না। আমি প্রতি গাড়ি মাটি ৮০০ টাকা দরে কিনছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন,  জমির উপরিভাগ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত জৈব পদার্থ (মাটির পুষ্টিগুণ) বিদ্যমান থাকে। উপরিভাগের মাটি কেটে নিলে মাটি উর্বরতা হারিয়ে যায়। বিষয়টি আমি এসি ল্যান্ড মহোদয়কে অবগত করে ব্যবস্থা গ্রহণ করব।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, অভিযান অব্যাহত রয়েছে। কেউ আবারও মাটি উত্তোলন করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত