সেলিম হায়দার, তালা
একটা সময়ে এমন অনেক মৎস্যজীবী ছিলেন যারা জলমহাল (সরকারি খাস জলাশয়) থেকে বঞ্চিত ছিল। অমৎস্যজীবী ও প্রভাবশালীদের দখলে ছিল বিভিন্ন জলমহাল। তখন মৎস্যজীবীরা অন্যের মৎস্য ঘেরে কিংবা সরকারি জলমহালে মাছ আহরণ করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তাঁরা বিস্তীর্ণ জলমহালের মালিক। সেখান থেকে আহরিত মাছ বিক্রি করে চলছে তাঁদের সংসার। এর মধ্য দিয়ে জীবিকার বন্দোবস্তের পাশাপাশি বদলে গেছে সাতক্ষীরা ও খুলনার তিন শতাধিক মৎস্যজীবীর ভাগ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগিতায় ১৫টি মৎস্যজীবী সংগঠনের সদস্যরা প্রায় ২০৩ একর জলমহাল পরিচালনা করছেন। সংস্থার ‘আমার প্রকল্প’-এর আওতায় তাঁদের জীবিকা নির্বাহ করার পাশাপাশি সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। সাতক্ষীরা জেলার তালা, শ্যামনগর, খুলনার জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের জলমহালে মাছ চাষ করে স্বাবলম্বী তাঁরা।
এ নিয়ে কথা হয় তালা উপজেলার কৈখালী গ্রামের সুদর্শন মন্ডল, মাদ্রা গ্রামের সমীরণ বিশ্বাস, সরজিত বিশ্বাসসহ বেশ কয়েকজন মৎস্যজীবীর সঙ্গে। তাঁরা জানান, তাঁদের সবাই ছিলেন দরিদ্র। বিস্তীর্ণ জনপদের গ্রামের পর গ্রাম চিংড়ি চাষের আওতায় চলে যাওয়ায় এক সময় ভাটা পড়ে উন্মুক্ত মৎস্য আহরণে। প্রাকৃতিক মাছের আঁধারগুলো ক্রমান্বয়ে চলে যায় ব্যক্তি মালিকানায়। মৎস্যজীবী হয়েও নদীতে মাছ ধরতে না পেরে তাঁদের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা।
এদিকে সরকারি জলমহাল নীতিমালা ২০০৯ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে প্রকৃত মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা শুরু করে তালার উত্তরণের একদল উদ্যমী কর্মী। শুরু হয় সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া। পরে সবার সহযোগিতায় গড়ে ওঠে মৎস্যজীবী সংগঠন।
উত্তরণের ‘আমার প্রকল্প’-এর সমন্বয়কারী জাহিন শামস বলেন, ‘১৫ ভূমিহীন মৎস্যজীবী সংগঠনের অধিকাংশ রেজিস্ট্রেশনে, সরকারি জলমহাল টেন্ডারে অংশগ্রহণ করতে উত্তরণ-আমার প্রকল্প আর্থিকভাবে সহায়তা করে। ফলে মৎস্যজীবী সংগঠনগুলি সরকারি জলমহালের টেন্ডার পায়। সেই থেকে সংস্থাটির হাতে ১৬টি জলমহাল রয়েছে। আর ১৫ ভূমিহীন মৎস্যজীবী সংগঠনের ৩১২ জন সদস্য ২০২ দশমিক ৯১ একর জলমহাল পরিচালনা করছেন।’
তালা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি গণেশ চন্দ্র বর্মণ বলেন, বেশ কয়েকটি সংগঠন রেজিস্ট্রেশনে উত্তরণ-আমার প্রকল্প আর্থিকভাবে সহায়তা করে। একপর্যায়ে মৎস্যজীবী সংগঠনগুলি সরকারি জলমহালের টেন্ডার নিতে শুরু করে। সেই থেকে শুরু হয় তাদের নতুন পথচলার।’
তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান বলেন, উত্তরণের সহযোগিতায় সম্মিলিতভাবে তিন শতাধিক মৎস্যজীবী জলমহাল ইজারা নিয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়ালেখা চালাচ্ছেন। ছোট ছোট ধার-দেনা পরিশোধ করতে পারছেন। তাদের সংসারে ফিরে এসেছে সচ্ছলতা।’
একটা সময়ে এমন অনেক মৎস্যজীবী ছিলেন যারা জলমহাল (সরকারি খাস জলাশয়) থেকে বঞ্চিত ছিল। অমৎস্যজীবী ও প্রভাবশালীদের দখলে ছিল বিভিন্ন জলমহাল। তখন মৎস্যজীবীরা অন্যের মৎস্য ঘেরে কিংবা সরকারি জলমহালে মাছ আহরণ করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তাঁরা বিস্তীর্ণ জলমহালের মালিক। সেখান থেকে আহরিত মাছ বিক্রি করে চলছে তাঁদের সংসার। এর মধ্য দিয়ে জীবিকার বন্দোবস্তের পাশাপাশি বদলে গেছে সাতক্ষীরা ও খুলনার তিন শতাধিক মৎস্যজীবীর ভাগ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগিতায় ১৫টি মৎস্যজীবী সংগঠনের সদস্যরা প্রায় ২০৩ একর জলমহাল পরিচালনা করছেন। সংস্থার ‘আমার প্রকল্প’-এর আওতায় তাঁদের জীবিকা নির্বাহ করার পাশাপাশি সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। সাতক্ষীরা জেলার তালা, শ্যামনগর, খুলনার জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের জলমহালে মাছ চাষ করে স্বাবলম্বী তাঁরা।
এ নিয়ে কথা হয় তালা উপজেলার কৈখালী গ্রামের সুদর্শন মন্ডল, মাদ্রা গ্রামের সমীরণ বিশ্বাস, সরজিত বিশ্বাসসহ বেশ কয়েকজন মৎস্যজীবীর সঙ্গে। তাঁরা জানান, তাঁদের সবাই ছিলেন দরিদ্র। বিস্তীর্ণ জনপদের গ্রামের পর গ্রাম চিংড়ি চাষের আওতায় চলে যাওয়ায় এক সময় ভাটা পড়ে উন্মুক্ত মৎস্য আহরণে। প্রাকৃতিক মাছের আঁধারগুলো ক্রমান্বয়ে চলে যায় ব্যক্তি মালিকানায়। মৎস্যজীবী হয়েও নদীতে মাছ ধরতে না পেরে তাঁদের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা।
এদিকে সরকারি জলমহাল নীতিমালা ২০০৯ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে প্রকৃত মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা শুরু করে তালার উত্তরণের একদল উদ্যমী কর্মী। শুরু হয় সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া। পরে সবার সহযোগিতায় গড়ে ওঠে মৎস্যজীবী সংগঠন।
উত্তরণের ‘আমার প্রকল্প’-এর সমন্বয়কারী জাহিন শামস বলেন, ‘১৫ ভূমিহীন মৎস্যজীবী সংগঠনের অধিকাংশ রেজিস্ট্রেশনে, সরকারি জলমহাল টেন্ডারে অংশগ্রহণ করতে উত্তরণ-আমার প্রকল্প আর্থিকভাবে সহায়তা করে। ফলে মৎস্যজীবী সংগঠনগুলি সরকারি জলমহালের টেন্ডার পায়। সেই থেকে সংস্থাটির হাতে ১৬টি জলমহাল রয়েছে। আর ১৫ ভূমিহীন মৎস্যজীবী সংগঠনের ৩১২ জন সদস্য ২০২ দশমিক ৯১ একর জলমহাল পরিচালনা করছেন।’
তালা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি গণেশ চন্দ্র বর্মণ বলেন, বেশ কয়েকটি সংগঠন রেজিস্ট্রেশনে উত্তরণ-আমার প্রকল্প আর্থিকভাবে সহায়তা করে। একপর্যায়ে মৎস্যজীবী সংগঠনগুলি সরকারি জলমহালের টেন্ডার নিতে শুরু করে। সেই থেকে শুরু হয় তাদের নতুন পথচলার।’
তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান বলেন, উত্তরণের সহযোগিতায় সম্মিলিতভাবে তিন শতাধিক মৎস্যজীবী জলমহাল ইজারা নিয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়ালেখা চালাচ্ছেন। ছোট ছোট ধার-দেনা পরিশোধ করতে পারছেন। তাদের সংসারে ফিরে এসেছে সচ্ছলতা।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫