Ajker Patrika

দাম কমলেও ক্রেতা নেই

ফয়সাল পারভেজ, মাগুরা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৭
দাম কমলেও ক্রেতা নেই

মাগুরায় কমেছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। টানা পাঁচ মাস বাড়ার পর গত বৃহস্পতিবার গ্যাসের দাম কমায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম কমলেও ক্রেতা তেমন নেই সিলিন্ডার গ্যাসের। তাই বড় অঙ্কের বিনিয়োগ আটকে আছে ব্যবসায়ীদের।

পরিবর্তিত মূল্য তালিকা অনুযায়ী, রোববার থেকে মাগুরায় ১২ কেজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ২৫০ টাকা।

কোম্পানিভেদে প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩০ থেকে ৬০ টাকা। তবে দাম কমলেও মানুষের সিলিন্ডার গ্যাস কেনা সে হারে বাড়েনি।

মাগুরার এলপিজি গ্যাস হাউসের মালিক মাহমুদুল হক স্বাক্ষর, দাম কমায় গত তিন দিনে তেমন বিক্রি হয়নি। বর্তমান ১০০ জনের ভেতরে নিয়মিতভাবে গ্যাস কিনছেন ৪০ থেকে ৫০ জন। তিনি বলেন, চার মাস আগেও ১২ কেজি গ্যাস সিলিন্ডার প্রতি ৮৩০ টাকাও বিক্রি হয়েছে। তখন নিম্ন আয়ের অনেক মানুষ রান্নায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করত। তবে এখন তারা তো নেয়ই না, মধ্যবিত্তরাও গ্যাস কেনার আগ্রহ হারাচ্ছে। এমনকি গ্যাস সিলিন্ডারের দাম কমার পরেও। ক্রেতার সংখ্যা বাড়ছে না। কলেজপাড়ার নাজমা আকতার নামে এক গৃহিণী বলেন, আমার বাড়ি শুধু নয়, আশপাশের প্রতিবেশীদের অনেকেই মাটির চুলায় রান্না করছে। গ্যাস ছেড়ে তাঁরা খড়ি কিনছেন।’ তিনি আরও বলেন, ‘অনেকে খড়ি ব্যবহার করছে বলে কোম্পানিগুলো চাপে পড়ে গ্যাসের দাম কমিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত—জানালেন আমির

আজকের রাশিফল: অফিসে মিষ্টি কথায় মন গলবে বসের, প্রেমের ঝগড়ায় চ্যাটজিপিটিতে ভরসা নয়

বাংলা ভাষার সঙ্গে জোহরান মামদানির ঘরের সম্পর্ক, যোগসূত্র মা মীরা নায়ার

বুমরা-সূর্যকুমারকে শাস্তি দিল আইসিসি, নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

এলাকার খবর
Loading...