সম্পাদকীয়
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সমাজবিজ্ঞানী, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক ও অধ্যাপক। সাহিত্য সমালোচনায় তিনি ‘মার্ক্সীয় নন্দনতত্ত্ববিদের পুরোধা’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
তাঁর জন্ম ১৮৯৪ সালের ৫ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চাতরা-শ্রীরামপুরে। তিনি ১৯০৯ সালে বারাসাত স্কুল থেকে প্রবেশিকা, ১৯১২ সালে রিপন কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। বঙ্গবাসী কলেজে অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু হয়। তারপরে তিনি লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় (১৯২২-৫৪) ও আলীগড় বিশ্ববিদ্যালয়ে (১৯৫৪-৫৯) অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন।
মাঝে তিনি উত্তর প্রদেশ সরকারের প্রচার বিভাগের উপদেষ্টা এবং লেবার এনকোয়ারি কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৫২ সালে তিনি মস্কোয় অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। একই বছর তিনি হেগ শহরে সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউটে সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক হয়ে ‘সোসিওলজি অব কালচার’ বিষয়ে বক্তব্য দেন। ১৯৫৫ সালে তিনি বান্দুং সম্মেলনে যোগ দেন এবং ১৯৫৭ সালে ইন্ডিয়ান সোসিওলজি কনফারেন্সের প্রথম সভাপতি নির্বাচিত হন।
বুদ্ধি দিয়ে সমাজ, সংস্কৃতি ও ব্যক্তিত্বকে বিশ্লেষণ করতেন ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। এর নেপথ্যে রয়েছে ‘সবুজ পত্র’ পত্রিকার প্রভাব। সেই ঋণ স্বীকারও করেছেন তিনি। কমিউনিস্ট ইশতেহার এবং কার্ল মার্ক্সের ক্যাপিটাল পড়ার মধ্য দিয়ে তাঁর মনোজগতের পরিবর্তনের সূচনা বলে তিনি নিজে স্বীকার করেছেন। ‘সবুজ পত্র’ পত্রিকায় লেখালেখি করলেও তিনি ছিলেন প্রধানত ‘পরিচয়’ পত্রিকার লেখক। এই পত্রিকার পুস্তক পরিচয় অংশটি মূলত তিনিই দেখতেন।
অন্তঃশীলা, আবর্ত ও মোহনা হলো তাঁর ত্রয়ী উপন্যাস। এতে সমকালের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নর-নারীর প্রেম ও আত্মজিজ্ঞাসার কথা আছে। প্রবন্ধের মধ্যে রয়েছে আমরা ও তাঁহারা, চিন্তয়সি, সুর ও সঙ্গতি, কথা ও সুর, মনে এলো, ঝিলিমিলি ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর বেশ কয়েকটি ইংরেজি রচনাও রয়েছে। তিনি ১৯৬১ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সমাজবিজ্ঞানী, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক ও অধ্যাপক। সাহিত্য সমালোচনায় তিনি ‘মার্ক্সীয় নন্দনতত্ত্ববিদের পুরোধা’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
তাঁর জন্ম ১৮৯৪ সালের ৫ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চাতরা-শ্রীরামপুরে। তিনি ১৯০৯ সালে বারাসাত স্কুল থেকে প্রবেশিকা, ১৯১২ সালে রিপন কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। বঙ্গবাসী কলেজে অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু হয়। তারপরে তিনি লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় (১৯২২-৫৪) ও আলীগড় বিশ্ববিদ্যালয়ে (১৯৫৪-৫৯) অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন।
মাঝে তিনি উত্তর প্রদেশ সরকারের প্রচার বিভাগের উপদেষ্টা এবং লেবার এনকোয়ারি কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৫২ সালে তিনি মস্কোয় অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। একই বছর তিনি হেগ শহরে সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউটে সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক হয়ে ‘সোসিওলজি অব কালচার’ বিষয়ে বক্তব্য দেন। ১৯৫৫ সালে তিনি বান্দুং সম্মেলনে যোগ দেন এবং ১৯৫৭ সালে ইন্ডিয়ান সোসিওলজি কনফারেন্সের প্রথম সভাপতি নির্বাচিত হন।
বুদ্ধি দিয়ে সমাজ, সংস্কৃতি ও ব্যক্তিত্বকে বিশ্লেষণ করতেন ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। এর নেপথ্যে রয়েছে ‘সবুজ পত্র’ পত্রিকার প্রভাব। সেই ঋণ স্বীকারও করেছেন তিনি। কমিউনিস্ট ইশতেহার এবং কার্ল মার্ক্সের ক্যাপিটাল পড়ার মধ্য দিয়ে তাঁর মনোজগতের পরিবর্তনের সূচনা বলে তিনি নিজে স্বীকার করেছেন। ‘সবুজ পত্র’ পত্রিকায় লেখালেখি করলেও তিনি ছিলেন প্রধানত ‘পরিচয়’ পত্রিকার লেখক। এই পত্রিকার পুস্তক পরিচয় অংশটি মূলত তিনিই দেখতেন।
অন্তঃশীলা, আবর্ত ও মোহনা হলো তাঁর ত্রয়ী উপন্যাস। এতে সমকালের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নর-নারীর প্রেম ও আত্মজিজ্ঞাসার কথা আছে। প্রবন্ধের মধ্যে রয়েছে আমরা ও তাঁহারা, চিন্তয়সি, সুর ও সঙ্গতি, কথা ও সুর, মনে এলো, ঝিলিমিলি ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর বেশ কয়েকটি ইংরেজি রচনাও রয়েছে। তিনি ১৯৬১ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪