Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগের শোকজ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৫৪
বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগের শোকজ

কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিন্নাত আলী জিন্নাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার কারণে আওয়ামী লীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার পক্ষ থেকে গত শুক্রবার রাতে এ নোটিশ পাঠানো হয়েছে।

জানা যায়, বাস্তা ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আশকর আলী। তবে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান হাজি আশকার আলী। এদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার পরও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জিন্নাত আলী জিন্নাহ। পরে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর থাকলেও জিন্নাত আলী তা প্রত্যাহার না করে ১২ নভেম্বর নির্বাচন কার্যালয় থেকে তাঁর নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন। নৌকার বিপক্ষে গিয়ে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক ম. ই মামুনের যৌথ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জিন্নাত আলী জিন্নাহর কাছে উত্তর চাওয়া হয়। অন্যথায় এই নোটিশই তাঁর সাময়িক বহিষ্কারপত্র হিসেবে বিবেচিত হবে।

জিন্নাত আলী জিন্নাহ বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে অটল এবং জয়ের ব্যাপারে আশাবাদী।’

হাজি আশকর আলী বলেন, ‘দলীয় মনোনয়ন দলের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, এখানে আমার কোনো মন্তব্য নেই।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘দলের নির্দেশের বাইরে গিয়ে কেউ কাজ করতে পারবেন না। দলের নির্দেশ যে-ই অমান্য করবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত