Ajker Patrika

ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ১৩
ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজন

ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে র‍্যাবের দাবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার মনিরামপুর উপজেলার বাঘডোব গ্রামের হাসানুর রহমান (২৯) ও একই জেলার সরসকাঠি গ্রামের লিমন হোসেন (৩০)।

এ বিষয়ে কোম্পানির কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ফেনসিডিলের মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রি করত তাঁরা। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় তাঁদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত