Ajker Patrika

ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১০: ৪৯
ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। সেই সঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশক। পররাষ্ট্র মন্ত্রণালয়

এরপর পৃষ্ঠা ২ কলাম ৪

সূত্র জানিয়েছে, এ উপলক্ষে তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন ভারতের রাষ্ট্রপতি। ১৫ ডিসেম্বর তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এর পরের দিন দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটিই প্রথম বাংলাদেশ সফর।

এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতিমধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করেছে। তবে ভুটান এখনো দেশটির সাবেক রাজার সফরের বিষয়টি নিশ্চিত করেনি।’

সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত-বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকার রয়েছে। কিন্তু তারপরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য এটা লজ্জার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত