Ajker Patrika

সবাইকে কাঁদিয়ে পুলিশ সদস্য অবসরে

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ০০
সবাইকে কাঁদিয়ে পুলিশ সদস্য অবসরে

কর্ম জীবনের শেষ দিনে সহকর্মীদের কাঁদিয়ে বিদায় নিলেন পুলিশ কনস্টেবল মো. আকরাম হোসেন। দিনটি স্মরণীয় করে রং-বেরঙের বেলুনে সাজানো গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মো. আকরাম হোসেন জামালপুর সদর উপজেলার চদরাপুর গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল।

কর্মজীবনের শেষ দিন স্মরণীয় করতে ধনবাড়ী থানায় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া, উপপরিদর্শক (এসআই) মাসুদ আনোয়ার আকন্দ, রকিবুল হুদা, এএসআই অতোয়ার রহমান প্রমুখ। এ সময় থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি মো. চাঁন মিয়া বলেন, ‘আমাদের আকরাম ভাই খুবই ভালো মানুষ ছিলেন। আজ শুক্রবার তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল। আমাদের সবাইকে কাঁদিয়ে কর্মজীবন শেষ করলেন তিনি। আমরা তাঁকে ভুলতে পারব না।’

বিদায়ী পুলিশ সদস্য মো. আকরাম হোসেন বলেন, ‘বিদায়টা সবার জন্য কষ্টের। সহকর্মী ও প্রিয় কর্মস্থল ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে। তবে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমার খুবই ভালো লাগছে।’

উল্লেখ্য, পুলিশ কনস্টেবল হিসেবে আকরাম ১৯৮৪ সালের ১৪ জুন যোগদান করেন। ধনবাড়ী থানায় ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত