Ajker Patrika

মেলা হবে না রাস পূর্ণিমায়

কয়রা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ২১
মেলা হবে না রাস পূর্ণিমায়

সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উপলক্ষ্যে আর মেলা হবে না। এ বছর থেকে শুধু পুণ্যস্নান ও রাস পূজা অনুষ্ঠিত হবে। পুণ্যস্নান ও রাস পূজায় তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতে জন্য ৮টি নৌরুট নির্ধারণ করেছে সুন্দরবন বিভাগ। ১৭ নভেম্বর ভোর থেকে বন বিভাগসহ আইনশৃংখলা বাহিনীর পাহারায় পুণ্যার্থীরা নির্ধারিত রাজস্ব দিয়ে বৈধ পাশ-পারমিট নিয়ে সেখানে যেতে পারবেন।

বঙ্গেপসাগর মোহনায় দুবলার চরের আলোরকোলে আগামী ১৮ নভেম্বর রাতে রাস পূজা ও ১৯ নভেম্বর ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে রাস পূর্ণিমা পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।

বন বিভাগের অনুমোদিত ৮টি নৌপথের মধ্যে রয়েছে-ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোন দ্বীপ হয়ে দুবলার চর। বগী-বলেশ্বর-সুপতি স্টেশন ও কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর এবং শরণখোলা স্টেশন-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর। বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বলনদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর।

এ ছাড়া কদমতলা থেকে ইছামতি নদী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগা দোবেকী হয়ে দুবলার চর। কৈখালী স্টেশন হয়ে মাদার গাং, খোপড়াখালী ভারানী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগাদোবেকী হয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর ও নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী দিয়ে দুবলার চর।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ এ তথ্য নিশ্চিত করে জানান, রাস পূর্ণিমা পুণ্যস্নানে যেতে সনাতন ধর্মীরা নির্ধারিত রুটের পছন্দ মতো একটিমাত্র পথ ব্যবহারের সুযোগ পারবেন এবং দিনে চলাচল করতে পারবেন। তবে সুন্দরবন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও পূর্ণার্থীদের নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙ্গর করতে পারবেনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত