বেলাল হোসেন, জাবি
ডেঙ্গু প্রতিরোধে প্লাস্টিকজাতীয় দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করলেও এর তদারকি করছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ ও প্যাকেট পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি মশার প্রজনন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে এসব আবর্জনা।
১৩ অক্টোবর রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্লাস্টিক জাতীয়দ্রব্য নিষিদ্ধ করা হয়। তবে ক্যাম্পাসে এখনো ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ, প্যাকেট-বক্সে খাদ্যপণ্য বেচাকেনা চলছে। কেন্দ্রীয় মাঠ, ক্যাফেটেরিয়া ও টিএসসি এলাকায় ওয়ান টাইম গ্লাসে চা বিক্রি হচ্ছে এবং সেখানে ময়লার ঝুড়ি পর্যাপ্ত না থাকায় নষ্ট হচ্ছে পরিবেশ।
বিজ্ঞপ্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থানে পানি জমে থাকতে পারে এমন কোনো কিছু না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী ঝুড়িতে সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীদের কাছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার পাশে পর্যাপ্তসংখ্যক ময়লার ঝুড়ি নেই।
জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, বিশ্ববিদ্যালয়ে এডিশ এলবোপিকটাস প্রজাতির মশা রয়েছে। এটি এপিডেমিক কন্ডিশনে শতকরা পাঁচ ভাগ ডেঙ্গু ছড়ানোর সামর্থ্য রাখে। মশাটি দিনে এবং রাতের যেকোনো সময় কামড়াতে পারে। এই প্রজাতির একটি মশার কামড়েও ডেঙ্গু হতে পারে।
অধ্যাপক কবিরুল বাশার আরও বলেন, মশা জন্মাতে পারে এমন স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে নির্মাণাধীন ভবনে কাজ চলাকালে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবর্জনার সঠিক ব্যবস্থাপনা করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সবার সচেতনতা গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ৭০০ একরের ক্যাম্পাসে মাত্র ৪০টি ময়লার ঝুড়ি আছে। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করা হবে। ময়লা সঠিক স্থানে ফেলার সহজ মানসিকতা বাড়লে ব্যবস্থাপনা ঠিক থাকে।
প্লাস্টিকজাতীয় বস্তুতে পণ্য কেনাবেচা তদারকির বিষয়ে আব্দুর রহমান বলেন, ‘আমরা খোঁজখবর রাখছি, অনেক ভ্রাম্যমাণ দোকানি প্লাস্টিকজাতীয় বস্তুতে বেচাকেনা করছেন। এখনো অভিযানে নামা হয়নি। নিষিদ্ধ সত্ত্বেও যারা প্লাস্টিকের ব্যবহার করছেন তাঁদের সচেতন হওয়ার আহ্বান করছি। অভিযানে নামলে দোষীদের ধরা হবে।’
ডেঙ্গু প্রতিরোধে প্লাস্টিকজাতীয় দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করলেও এর তদারকি করছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ ও প্যাকেট পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি মশার প্রজনন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে এসব আবর্জনা।
১৩ অক্টোবর রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্লাস্টিক জাতীয়দ্রব্য নিষিদ্ধ করা হয়। তবে ক্যাম্পাসে এখনো ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ, প্যাকেট-বক্সে খাদ্যপণ্য বেচাকেনা চলছে। কেন্দ্রীয় মাঠ, ক্যাফেটেরিয়া ও টিএসসি এলাকায় ওয়ান টাইম গ্লাসে চা বিক্রি হচ্ছে এবং সেখানে ময়লার ঝুড়ি পর্যাপ্ত না থাকায় নষ্ট হচ্ছে পরিবেশ।
বিজ্ঞপ্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থানে পানি জমে থাকতে পারে এমন কোনো কিছু না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী ঝুড়িতে সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীদের কাছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার পাশে পর্যাপ্তসংখ্যক ময়লার ঝুড়ি নেই।
জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, বিশ্ববিদ্যালয়ে এডিশ এলবোপিকটাস প্রজাতির মশা রয়েছে। এটি এপিডেমিক কন্ডিশনে শতকরা পাঁচ ভাগ ডেঙ্গু ছড়ানোর সামর্থ্য রাখে। মশাটি দিনে এবং রাতের যেকোনো সময় কামড়াতে পারে। এই প্রজাতির একটি মশার কামড়েও ডেঙ্গু হতে পারে।
অধ্যাপক কবিরুল বাশার আরও বলেন, মশা জন্মাতে পারে এমন স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে নির্মাণাধীন ভবনে কাজ চলাকালে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবর্জনার সঠিক ব্যবস্থাপনা করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সবার সচেতনতা গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ৭০০ একরের ক্যাম্পাসে মাত্র ৪০টি ময়লার ঝুড়ি আছে। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করা হবে। ময়লা সঠিক স্থানে ফেলার সহজ মানসিকতা বাড়লে ব্যবস্থাপনা ঠিক থাকে।
প্লাস্টিকজাতীয় বস্তুতে পণ্য কেনাবেচা তদারকির বিষয়ে আব্দুর রহমান বলেন, ‘আমরা খোঁজখবর রাখছি, অনেক ভ্রাম্যমাণ দোকানি প্লাস্টিকজাতীয় বস্তুতে বেচাকেনা করছেন। এখনো অভিযানে নামা হয়নি। নিষিদ্ধ সত্ত্বেও যারা প্লাস্টিকের ব্যবহার করছেন তাঁদের সচেতন হওয়ার আহ্বান করছি। অভিযানে নামলে দোষীদের ধরা হবে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৩ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪