ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌর এলাকা থেকে অপহৃত কাইয়ুম নামের দেড় বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের অভিযোগে সাথী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার রাত সাড়ে ৭টার সময় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাথীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিনদাসী গ্রামে। অপহৃত ওই শিশুর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায়।
গ্রেপ্তার ওই নারীকে আদালতে পাঠায় টাঙ্গাইল সদর থানা-পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, গত রোববার সকাল থেকে সাথী কুশারিয়া গ্রামের বিভিন্ন স্থানে ওই শিশুকে নিয়ে ঘোরাফেরা করছিলেন। তিনি নিজেকে ওই শিশুর মা পরিচয় দেন। গ্রামবাসীর কাছে তিনি ওই শিশুকে দত্তক দিতে চান বলে জানান। কুশারিয়া গ্রামের মুনছুর আলী তাঁর নিঃসন্তান মেয়ের জন্য ওই শিশুকে দত্তক নিতে রাজিও হন।
মুনছুর আলী বলেন, ‘বাচ্চাটি ওই নারীর কোলে থাকতে চাচ্ছিল না। ভীষণ কান্নাকাটি করছিল। সন্দেহ হলে বাচ্চাসহ ওই নারীকে চেয়ারম্যানের কাছে নিয়ে যান। পরে চেয়ারম্যানের জেরার মুখে সাথী ওই শিশুকে অপহরণের কথা স্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় র্যাব সাথীকে আটক করে।’
টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত শনিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। টাঙ্গাইল সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর বাবা মো. সেলিম মিয়া। সাধারণ ডায়েরি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাথীর অবস্থান শনাক্ত করার চেষ্টা করে র্যাব। বারবার সাথী অবস্থান পরিবর্তন করেন। শিশুকে উদ্ধার করতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাই। পরে আমরা শিশুকে উদ্ধার করতে সক্ষম হই। আটক সাথীকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়। ওই শিশুকে তার মা-বাবা হাতে তুলে দিয়েছি।’
টাঙ্গাইল পৌর এলাকা থেকে অপহৃত কাইয়ুম নামের দেড় বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের অভিযোগে সাথী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার রাত সাড়ে ৭টার সময় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাথীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিনদাসী গ্রামে। অপহৃত ওই শিশুর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায়।
গ্রেপ্তার ওই নারীকে আদালতে পাঠায় টাঙ্গাইল সদর থানা-পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, গত রোববার সকাল থেকে সাথী কুশারিয়া গ্রামের বিভিন্ন স্থানে ওই শিশুকে নিয়ে ঘোরাফেরা করছিলেন। তিনি নিজেকে ওই শিশুর মা পরিচয় দেন। গ্রামবাসীর কাছে তিনি ওই শিশুকে দত্তক দিতে চান বলে জানান। কুশারিয়া গ্রামের মুনছুর আলী তাঁর নিঃসন্তান মেয়ের জন্য ওই শিশুকে দত্তক নিতে রাজিও হন।
মুনছুর আলী বলেন, ‘বাচ্চাটি ওই নারীর কোলে থাকতে চাচ্ছিল না। ভীষণ কান্নাকাটি করছিল। সন্দেহ হলে বাচ্চাসহ ওই নারীকে চেয়ারম্যানের কাছে নিয়ে যান। পরে চেয়ারম্যানের জেরার মুখে সাথী ওই শিশুকে অপহরণের কথা স্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় র্যাব সাথীকে আটক করে।’
টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত শনিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। টাঙ্গাইল সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর বাবা মো. সেলিম মিয়া। সাধারণ ডায়েরি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাথীর অবস্থান শনাক্ত করার চেষ্টা করে র্যাব। বারবার সাথী অবস্থান পরিবর্তন করেন। শিশুকে উদ্ধার করতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাই। পরে আমরা শিশুকে উদ্ধার করতে সক্ষম হই। আটক সাথীকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়। ওই শিশুকে তার মা-বাবা হাতে তুলে দিয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪