Ajker Patrika

মোরেলগঞ্জে শিকলে বেঁধে সুদের টাকা আদায় দুই ভাই গ্রেপ্তার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ১১
মোরেলগঞ্জে শিকলে বেঁধে সুদের টাকা আদায় দুই ভাই গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিশারীঘাটা গ্রামের মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে (৩৫) শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত হাতে ও পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে তালা মেরে রাখেন। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ ওই বাড়ি থেকে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী রুহুল আমীন শিকারী বলেন, বছরে লাভ হিসেবে ১০০ মন ধান দেওয়ার শর্তে তিন বছর আগে মিলন খানের কাছ থেকে তিনি এক লাখ টাকা নেন। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার রুহুল আমীনকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তাঁর ভাই।

বেলা ৩টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মারধর করে সুদের টাকা আদায়ের বিষয়টি তাঁদের নজরে এসেছে। ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত