Ajker Patrika

বিদ্যালয়ে বাঁশ, কাঠ আর কাগজের শহীদ মিনার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৩
বিদ্যালয়ে বাঁশ, কাঠ আর কাগজের শহীদ মিনার

বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন বাঁশ, কাঠ আর কাগজ দিয়ে শিক্ষার্থীরা তৈরি করে ভালোবাসার মিনার। তাতে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

গতকাল সোমবার সকালে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চবিদ্যালয়ে তৈরি করা হয় এ শহীদ মিনার।

কেবল ওই বিদ্যালয় নয়, উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্রই এমন। শহীদ মিনার না থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগ্রহের কোনো কমতি ছিল না। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের গড়া শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

মৌদাম এসইএসআইপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ে এখনো স্থায়ী কোনো শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। শহীদ মিনারটি তৈরি করতে দুই-তিন দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, আনন্দ আর শহীদদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ দেখেছি তা অকৃত্রিম। তবে এখানে স্থায়ী শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...