Ajker Patrika

ঘোড়দৌড় দেখতে ভিড়

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৫: ৫৫
ঘোড়দৌড় দেখতে ভিড়

দাকোপের কামারখোলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে কামারখোলার চান্নিচক গ্রামে এই ঘোড়দৌড় উপভোগ করেছেন হাজারো মানুষ।

প্রতিবছর কামারখোলা ইউনিয়নে দেশের বিভিন্ন স্থান থেকে সেরা সেরা ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছর দেশের নামীদামি ১৩টি ঘোড়া এই দৌড়ে অংশ নেয়। এ ঘোড়দৌড় দেখতে এসে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে নতুন প্রজন্ম। অনেকে এখানে এসে হারিয়ে যায় তাদের মধুর শৈশবের দিনগুলোতে।

কথা হয় আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, অনেক দিন পর এমন একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসে অনেক ভালো লাগছে। আমার ছোট মেয়েকে নিয়ে এসেছি। সে-ও অনেক মজা পাচ্ছে। আমি যখন ছোট ছিলাম, তখন অনেকবার ঘোড়ার দৌড় দেখেছি। এখন খুব একটা চোখে পড়ে না। তাই যখন খবর পেয়েছি ঘোড়ার দৌড় হবে, সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমাদের সবার উচিত বাচ্চাদের এসব ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তিনি এত সুন্দর আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বটবুনিয়া এলাকার তরুণ যুবক মিরাজুল (১৪) বলে, ‘ঘোড়ার দৌড় দেখতে এসে খুব ভালো লাগছে। আমরা স্কুলের বন্ধুরা একসঙ্গে এসেছি। অনেক আনন্দ করছি। এখানে অনেক মানুষের ভিড়। ঘোড়ার দৌড় দেখতে পেরে আমি অনেক আনন্দিত।’

প্রতিযোগিতা শেষে কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মণ্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত