Ajker Patrika

ক্লাসে ফিরে উল্লসিত শিশুরা

ময়মনসিংহ ও হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৩: ৪২
ক্লাসে ফিরে উল্লসিত শিশুরা

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ করে দেওয়ার প্রায় ছয় সপ্তাহ পর ময়মনসিংহে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। গতকাল বুধবার সকালে ক্লাসে ফিরে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিশুরা। স্বাস্থ্যবিধি মেনে এখননিয়মিত ক্লাস করতে চায় তারা। গতকাল শুরু হওয়া ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৮৬০টি। এগুলো মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ১৪০টি। শিক্ষার্থী রয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৩৪০ জন। এখন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত ক্লাস হবে। তবে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।

শহরের বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে জানা গেছে, দীর্ঘ ছয় সপ্তাহ পর ক্লাসে ফিরে শিক্ষক-শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। স্কুল খোলার আগে মা সমাবেশ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের স্কুলে নিয়ে আসতে বলা হয়। ছাত্র-ছাত্রীদের মাস্ক নিশ্চিত করে ক্লাসে প্রবেশ করানো হয়। ক্লাসরুমে পাঠদান করা হয় স্বাস্থ্যবিধি মেনে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শাকিল হাসানের কথায়, ‘অনেক দিন পর স্কুলে এসে ভালো লাগছে। সবাইকে কাছে পেয়ে মনটা ভরে গেছে। এখন পড়াশোনায়ও মন বসবে।’

আরেক শিক্ষার্থী তাকিয়া জান্নাতের ভাষ্য, ‘করোনার কারণে পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এখন করোনা আর আসবে না আশা করি। আমরা সব সময় মাস্ক পরেই স্কুলে আসব। ভালো করে পড়াশোনা করতে চাই।’

গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী গোস্বামী বলেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর স্কুল খুলেছে। শিক্ষার্থীদের কাছে পেয়ে মনটা ভরে গেছে। প্রথম দিনে উপস্থিতি ছিল প্রায় শতভাগ। শিক্ষার্থীদের পড়াশোনার বেশ আগ্রহ রয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে এসেছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যেন ক্লাস পরিচালনা করে। এ ব্যাপারে জেলা শিক্ষা বিভাগ মনিটরিং করবে। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস সম্পন্ন করা হবে।’

এদিকে হালুয়াঘাট উপজেলায় বিদ্যালয় খোলার খবর পৌঁছে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শোভাযাত্রা বের করতে দেখা যায়। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার ধুরাইল গোরকপুর সড়কে দেখা মেলে কয়েকজন শিক্ষার্থীর। বিদ্যালয় খোলার খবর সহপাঠীদের পৌঁছে দিতে বের হয়েছে তাঁরা।

খুদে এই শিক্ষার্থীরা স্লোগানের তালে বাদ্যযন্ত্র ঢাকঢোল পিটিয়ে জানান দিচ্ছে, আবারও খুলছে বিদ্যালয়।

কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, বিদ্যালয় খোলার খবরে তাঁরা খুশি। সহপাঠীদের খবর পৌঁছে দিতে সড়কে বের হয়েছে। শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে শোভাযাত্রাও বের করা হয়।

চরগোরকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয় খোলার খবরে শিশুরা অনেক খুশি। সরকারি নির্দেশনা মোতাবেক ক্লাস করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত