শিপ্ত বড়ুয়া, রামু (কক্সবাজার)
কক্সবাজারের রামু উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য ‘ফ্যামিলি কার্ড’ দিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই ইউপি সদস্য তসলিমা আক্তার লিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান ও সদস্যরা।
একই সঙ্গে গত মঙ্গলবার সকালে রামুর বাইপাস এলাকায় টিসিবির পণ্য বিতরণকালে এসব ভুক্তভোগীরাও ‘টাকা নেওয়ার’ বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, প্রতিটি কার্ডের বিপরীতে তিনি ৩০০ টাকা করে নিয়েছেন। তসলিমা আক্তার লিপি ফঁতেখারকুল ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য।
ফঁতেখারকুল ইউনিয়নের বাসিন্দা জিয়াসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সদস্য তসলিমা আক্তার লিপি টিসিবির পণ্য বিনা মূল্যে দেওয়ার আশ্বাসে আমাদের অনেকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ৩০০ টাকা করে নিয়েছেন।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই ইউপি সদস্য তসলিমা আক্তার লিপি বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনী বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।’
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ফতেখাঁরকুল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমদের স্ত্রী জিয়াসমিন আকতার, মৃত শামসুল আলমের স্ত্রী খতিজা বেগম, নুরুল ইসলামের স্ত্রী আকতার বেগম, আশরাফজামানের ছেলে নুরু, মো. আলীর স্ত্রী মাবিয়া, আবুল কাশেমের স্ত্রী জোহরা, নুরুল হকের স্ত্রী নুর জাহান, ছিদ্দিক আহমদের স্ত্রী হতবানু, ওমর ফারুকের স্ত্রী শাহেনা আকতার, নুর আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মো. হোছনের স্ত্রী জয়তুন বেগম, মফিজ মিয়ার স্ত্রী শাহনুর বেগম, আবদুল হালিমের স্ত্রী হাজেরা বেগম, মৃত আবু তাহেরের স্ত্রী সাইফুল হোছাইনসহ অনেকেই এর ভুক্তভোগী।
এসব ভুক্তভোগীর মধ্যে শাহনূর বেগম বলেন, ‘৩০০ টাকা করে নেওয়ার কারণে মনে করেছিলাম টিসিবির পণ্য নিতে আর কোনো টাকা দিতে হবে না। কিন্তু পণ্য নেওয়ার সময় ৩টি পণ্যের জন্য সরকার-নির্ধারিত ৪৬০ টাকা নেন ডিলার।’
এসব বিষয়ে জানতে রামু উপজেলার ইউএনও প্রণয় চাকমা বলেন, ৩০০ টাকা করে নিলে এসব পণ্যের দাম বাজারমূল্যের চেয়ে বেশি হয়ে যায়। এভাবে টাকা নেওয়া দুঃখজনক। এ ব্যাপারে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো জানান, ইউপি সদস্য তসলিমা আক্তার লিপির বিরুদ্ধে টিসিবির পণ্য বিতরণে ৩০০ টাকা করে আদায় করার বিষয়ে তাঁকেও একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন। তিনি এ অনিয়মের নিন্দা জানিয়ে বলেন, কোনো ধরনের দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলম জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি সরকারের মহতী উদ্যোগ। কিন্তু রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে একজনের জন্য এ মহৎ উদ্যোগ শুরুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য তসলিমা আক্তার লিপি জানান, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনী বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।
কক্সবাজারের রামু উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য ‘ফ্যামিলি কার্ড’ দিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই ইউপি সদস্য তসলিমা আক্তার লিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান ও সদস্যরা।
একই সঙ্গে গত মঙ্গলবার সকালে রামুর বাইপাস এলাকায় টিসিবির পণ্য বিতরণকালে এসব ভুক্তভোগীরাও ‘টাকা নেওয়ার’ বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, প্রতিটি কার্ডের বিপরীতে তিনি ৩০০ টাকা করে নিয়েছেন। তসলিমা আক্তার লিপি ফঁতেখারকুল ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য।
ফঁতেখারকুল ইউনিয়নের বাসিন্দা জিয়াসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সদস্য তসলিমা আক্তার লিপি টিসিবির পণ্য বিনা মূল্যে দেওয়ার আশ্বাসে আমাদের অনেকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ৩০০ টাকা করে নিয়েছেন।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই ইউপি সদস্য তসলিমা আক্তার লিপি বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনী বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।’
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ফতেখাঁরকুল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমদের স্ত্রী জিয়াসমিন আকতার, মৃত শামসুল আলমের স্ত্রী খতিজা বেগম, নুরুল ইসলামের স্ত্রী আকতার বেগম, আশরাফজামানের ছেলে নুরু, মো. আলীর স্ত্রী মাবিয়া, আবুল কাশেমের স্ত্রী জোহরা, নুরুল হকের স্ত্রী নুর জাহান, ছিদ্দিক আহমদের স্ত্রী হতবানু, ওমর ফারুকের স্ত্রী শাহেনা আকতার, নুর আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মো. হোছনের স্ত্রী জয়তুন বেগম, মফিজ মিয়ার স্ত্রী শাহনুর বেগম, আবদুল হালিমের স্ত্রী হাজেরা বেগম, মৃত আবু তাহেরের স্ত্রী সাইফুল হোছাইনসহ অনেকেই এর ভুক্তভোগী।
এসব ভুক্তভোগীর মধ্যে শাহনূর বেগম বলেন, ‘৩০০ টাকা করে নেওয়ার কারণে মনে করেছিলাম টিসিবির পণ্য নিতে আর কোনো টাকা দিতে হবে না। কিন্তু পণ্য নেওয়ার সময় ৩টি পণ্যের জন্য সরকার-নির্ধারিত ৪৬০ টাকা নেন ডিলার।’
এসব বিষয়ে জানতে রামু উপজেলার ইউএনও প্রণয় চাকমা বলেন, ৩০০ টাকা করে নিলে এসব পণ্যের দাম বাজারমূল্যের চেয়ে বেশি হয়ে যায়। এভাবে টাকা নেওয়া দুঃখজনক। এ ব্যাপারে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো জানান, ইউপি সদস্য তসলিমা আক্তার লিপির বিরুদ্ধে টিসিবির পণ্য বিতরণে ৩০০ টাকা করে আদায় করার বিষয়ে তাঁকেও একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন। তিনি এ অনিয়মের নিন্দা জানিয়ে বলেন, কোনো ধরনের দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলম জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি সরকারের মহতী উদ্যোগ। কিন্তু রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে একজনের জন্য এ মহৎ উদ্যোগ শুরুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য তসলিমা আক্তার লিপি জানান, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনী বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪