Ajker Patrika

টুঙ্গিপাড়ায় মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কমিটি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ৪২
টুঙ্গিপাড়ায় মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কমিটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা।

গতকাল মঙ্গলবার দুপুরে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পৃথকভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান সদ্য পদোন্নতি পাওয়া ছয়জন সচিব। এ সময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. অমিতাভ সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব সোলেমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ পরিদর্শন করেন মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য ও পদোন্নতি পাওয়া সচিবেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...