Ajker Patrika

সিভাসুর মেরিন রিসার্চ হ্যাচারির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুন ২০২২, ১১: ৩১
Thumbnail image

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘মেরিন রিসার্চ হ্যাচারি’ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার কক্সবাজারে অবস্থিত কোস্টাল বায়োডাইভারসিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারের সম্মেলনকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রে আমাদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করেছেন। দক্ষ জনসম্পদ ছাড়া সমুদ্রের অমিত সম্ভাবনা কাজে লাগানো যাবে না। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে এবং এই সম্পদকে টেকসই করতে আমরা নানাভাবে চেষ্টা করছি। সমুদ্রের অনেক কিছু আমাদের কাজে লাগবে। আর সমুদ্রের এই সম্পদকে কাজে লাগানোর জন্য দক্ষ জনবলের পাশাপাশি গবেষণাও প্রয়োজন।’

অনুষ্ঠান উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সিভাসুর উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন ও গবেষণা কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, সিভাসুর ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শারমীন চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ওমর ফারুক মিয়াজী, প্রক্টর তাসনিম ইমামসহ অন্যরা।

বঙ্গোপসাগরের নোনা পানি ব্যবহার করে ভেটকি (কোরাল) ও ভেটকির মতো অন্যান্য বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সামুদ্রিক মাছের কৃত্রিম প্রজননের উদ্দেশ্যে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’ স্থাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত