Ajker Patrika

কুমিল্লায় ঈদগাহে ব্যবসায়ীকে গুলি বিচারের দাবি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১২: ২২
কুমিল্লায় ঈদগাহে  ব্যবসায়ীকে গুলি  বিচারের দাবি

কুমিল্লায় ঈদের নামাজ আদায় করতে এসে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ওই ঘটনায় আহত মো. মোস্তাক আহম্মেদ ভূঁইয়ার মা আম্বিয়া খাতুন, চাচাতো ভাই সাইফুল ইসলাম প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাক মিয়া ও রুবেল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে গত মঙ্গলবার স্থানীয় ঈদের জামাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ঈদ গা মাঠেই মোস্তাক আহমেদকে গুলি করেন। পরে মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মোস্তাকের ভাই ইকরাম কবির ভূঁইয়া গত বুধবার রুবেল ভূঁইয়া, জসিম ভূঁইয়া, সবুজ মিয়া, জাকির হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত তাঁরা পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত