Ajker Patrika

অরক্ষিত আজমিরীগঞ্জ পোস্ট অফিস

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫০
অরক্ষিত আজমিরীগঞ্জ পোস্ট অফিস

হবিগঞ্জের বাহুবলে উপজেলা পোস্ট অফিসের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে প্রায় দেড় বছর আগে। এর পরে আর নির্মাণ করা হয়নি সীমানা প্রাচীর। তাই দীর্ঘদিন ধরেই অরক্ষিত হয়ে আছে পোস্ট অফিস। এই সুযোগে পোস্ট অফিসের ভেতরেই চলছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের পার্কিং। পোস্ট অফিস সূত্রে জানা গেছে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছে পোস্ট অফিসটি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায় পোস্ট অফিসের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে রয়েছে অনেকগুলো মোটরসাইকেল ও ইজিবাইক। প্রথম দেখায় মনে হবে পুরোদমে চলছে পোস্ট অফিসের কাজ। কিন্তু প্রকৃত পক্ষে ভেতরে পোস্ট অফিসের কাজ ঢিলেঢালাভাবে চললেও মোটরসাইকেল ও ইজিবাইকগুলো বহিরাগতদের।

স্থানীয় বাসিন্দারা বলেন, দিনের বেলায় পোস্ট অফিসের সামনে গাড়ি পার্কিং করা হয়। তবে রাতের বেলায় বখাটেদের নিরাপদ আস্তানায় পরিণত হয় জায়গাটি।

রাসেল কায়সার নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রায় দেড় বছর আগে মূল ভবনের সামনের সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। এর পর থেকেই অরক্ষিত অবস্থায় রয়েছে পোস্ট অফিসটি।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ পোস্ট অফিসের পোস্ট মাস্টার মোহাম্মদ তাহের মিয়া বলেন ‘পোস্ট অফিসে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে। পোস্ট অফিসটি এমন অরক্ষিত থাকায় যে কোনো সময় চুরির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।’

জেলা পোস্ট মাস্টার (জেনারেল) আবদুল কাদির বলেন ‘আজমিরীগঞ্জসহ জেলার আরও কয়েকটি পোস্ট অফিসের সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলেই সবগুলোর সংস্কার কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত