Ajker Patrika

এবার বিপিএলের শুরুতে তারুণ্যের জয়গান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১০: ১৯
এবার বিপিএলের শুরুতে তারুণ্যের জয়গান

২০২২ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত দাপট দেখাচ্ছেন স্থানীয় ক্রিকেটাররাই। ৮ ম্যাচের সাতটিতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁদের হাতে। এঁদের মধ্যে বেশির ভাগই আবার তরুণ। টুর্নামেন্টের ঢাকা পর্বের প্রথম অংশের খেলায় একমাত্র বিদেশি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার বেনি হাওয়েল।

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিদের মতো অভিজ্ঞ তারকাদের ভিড়ে পাদ প্রদীপে উঠে এসেছেন তরুণ কিছু ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম নাহিদুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ানস যে দুটি ম্যাচ জিতেছে দুটিরই নায়ক তিনি। প্রথম ম্যাচে অলরাউন্ড ও পরেরটিতে দারুণ বোলিংয়ে দলের জয়ের নাহিদুল রেখেছেন কার্যকর ভূমিকা। কুমিল্লার আরেক ক্রিকেটার মাহমুদুল হাসান জয় নিজের অভিষেক টি-টোয়েন্টিতেই খেলেছেন ৪৮ রানের ঝলমলে এক ইনিংস।

শুধু অলরাউন্ড পারফরম্যান্সই নয়, নাহিদুল বল হাতেও ভীষণ মিতব্যয়ী। টুর্নামেন্টে ঢাকা পর্বে ওভারপ্রতি গড়ে ৫ রান দিয়েছেন তিনি। কৃপণ বোলার হিসেবে তাঁর মতোই পারফরম্যান্স নাজমুল ইসলাম অপুর। ২ ম্যাচে ৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ শিকারি তিনি। উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচজনের চারজনই স্থানীয় ক্রিকেটার। এই তালিকায় আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিরাজ। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে দুইয়ে আছেন চট্টগ্রাম অধিনায়ক। তাঁর নেতৃত্বে চার ম্যাচের তিনটিতে জিতে লিগ তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তাঁর সতীর্থ পেসার শরিফুল ইসলাম। সব মিলিয়ে তারুণ্যের চট্টগ্রাম আছে বেশ ফুরফুরে।

টুর্নামেন্টে তরুণদের পারফরম্যান্স নিয়ে চট্টগ্রামের তরুণ অধিনায়ক মিরাজ গতকাল চট্টগ্রাম থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এখনো টুর্নামেন্টের অনেক বাকি। এখনই নির্দিষ্ট কিছু বলা মুশকিল। তবে যেভাবে সবাই খেলছে, এটা ধরে রাখতে পারলে আশা করি টুর্নামেন্ট আমাদের জন্য ভালো হবে। আর টি-টোয়েন্টিতে সবার জন্যই মঞ্চ উন্মুক্ত, এই সংস্করণে যে কেউ যেকোনো সময় ভালো খেলতে পারে। এখানে মনোযোগ ধরে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত