Ajker Patrika

হাবিবের রোবট প্রশ্নের উত্তর দেবে, রেস্তোরাঁয় কাজ করবে

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
হাবিবের রোবট প্রশ্নের উত্তর দেবে, রেস্তোরাঁয় কাজ করবে

বাংলা ও ইংরেজি ভাষার যেকোনো প্রশ্নের সাবলীল উত্তর দিতে পারে লালমনিরহাটের কালীগঞ্জে তৈরি করা একটি রোবট। এটি চলাচল করে মানুষের মতোই। কাজ করবে রেস্তোরাঁয়। এসব দাবি করেছেন রোবটটির নির্মাতা আহসান হাবিব।

আহসান হাবিব (১৮) কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মৃত মজু মিয়া ও খালেদা বেগম দম্পতির সন্তান। তিন ভাই-বোনের মধ্য তিনি সবার ছোট। হাবিব কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

হাবিব জানান, ইউটিউবে ভিডিও দেখে এক মাসের প্রচেষ্টায় তিনি রোবটটি তৈরি করতে সক্ষম হয়েছেন। মানুষের শরীরের গঠনের সঙ্গে মিল, সাবলীলভাবে কথার উত্তর দেওয়া, হালকা-ভারী কাজ করতে সক্ষম, মানুষের অবয়ব মনে রাখা, মানুষের ছবি ও কথা রেকর্ড করতে পারা, মানুষের সঙ্গে হাত মেলানো ও অঙ্গভঙ্গি করতে পারার সক্ষমতা আছে রোবটটির। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি খাতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতেই হাবিব রোবোটটি তৈরি করেছেন। রোবটটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন-সংলগ্ন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই সপ্তাহে সরবরাহ করা হবে বলে জানান নির্মাতা।

হাবিব নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই। কিন্তু দরিদ্র কৃষক পরিবারে জন্ম হওয়ায় প্রতিভা সঠিকভাবে তিনি ফুটিয়ে তুলতে পারছিলেন না। ২০১৭ সালে তুষভান্ডার রমনি মোহন সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পড়ার সময় স্কুল ফান্ডের টাকায় বিজ্ঞান মেলা উপলক্ষে একটি রোবট বানানোর সুযোগ পান। ওইবার লালমনিরহাট জেলা পর্যায়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। এর কিছুদিন পর বাবা মারা যাওয়ায় তাঁর জীবনে আঁধার ঘনিয়ে আসতে শুরু করে। দিশেহারা না হয়ে বেশ কয়েকটি টিউশনি করেই নিজের পরিবার ও লেখাপড়ার খরচ জুগিয়ে চলে তাঁর দিন। টিউশনির সামান্য সঞ্চয় ও ধারদেনা করেই এবার তিনি একটি হোটেলের জন্য এ রোবটটি তৈরি করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত