Ajker Patrika

বাবা স্বতন্ত্র প্রার্থী, ছেলেকে যুবলীগ থেকে অব্যাহতি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ০৮
বাবা স্বতন্ত্র প্রার্থী, ছেলেকে যুবলীগ থেকে অব্যাহতি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থী বাবার প্রচারে অংশ নেওয়ায় এক যুবলীগ নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ওই যুবলীগ নেতার নাম মেহেদী হাসান। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

গতকাল রোববার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত চার যুবলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে কুমারখালী উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন। সেই নির্বাচনে জগন্নাথপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন যুবলীগ নেতা মেহেদী হাসানের বাবা আব্দুল্লাহ আল বাকী বাদশা। বাবাকে নিয়ে ভোটের প্রচার করছেন মেহেদী হাসান। যা দলের শৃঙ্খলা ভঙ্গ করে। তাই তাঁকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত যুবলীগ নেতা বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে দলের বাইরে নির্বাচন করা যাবে না। এ কথা সঠিক। কিন্তু বিশেষ ক্ষেত্রে তা পর্যালোচনা করা যেতে পারে। তা ছাড়াও বিনা নোটিশে জেলা বা উপজেলা কমিটি কাউকে সরাসরি অব্যাহতি দিতে পারে না।’

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশীদ হারুন বলেন, ‘নৌকার বিপক্ষে গেলে দলীয় হাইকমান্ডের নির্দেশে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাপানে ‘খোলামেলা’ পোশাক পরায় রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হলো ২ চীনাকে

এলাকার খবর
Loading...