নিয়মনীতির জটিলতায় কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ থেমে ছিল। বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। বানাচ্ছেন অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। সিনেমার নাম ‘স্পর্শ’। এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা। একজনের নাম জানা গেছে আগেই। তিনি ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত। আরেকজন নায়িকা হিসেবে জানা গিয়েছিল বাংলাদেশের জেসিয়ার নাম। সম্প্রতি সিনেমার কাজে ভারত ঘুরে এলেন নিরব।
দিলেন নতুন তথ্য। বাংলাদেশ থেকে নায়িকা হিসেবে অভিনয় করছেন না জেসিয়া। বরং নতুন করে যুক্ত হয়েছেন টিভি অভিনেত্রী আরিয়ানা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।
স্পর্শ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের সুন্দর একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাব।’
নিরবের সঙ্গে জুটিবাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে আমার নায়ক হিসেবে পেয়েছি। আশা করি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’
এ প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে নির্মাতারা কাজ এগিয়ে নিয়েছেন অনেক দূর। আমাদের টিমে নতুন নায়িকা হয়ে যোগ দিয়েছে আরিয়ানা। আমাদের সবার প্রত্যাশা ও খুব ভালো করবেন।’
বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে ‘স্পর্শ’।
নিয়মনীতির জটিলতায় কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ থেমে ছিল। বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। বানাচ্ছেন অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। সিনেমার নাম ‘স্পর্শ’। এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা। একজনের নাম জানা গেছে আগেই। তিনি ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত। আরেকজন নায়িকা হিসেবে জানা গিয়েছিল বাংলাদেশের জেসিয়ার নাম। সম্প্রতি সিনেমার কাজে ভারত ঘুরে এলেন নিরব।
দিলেন নতুন তথ্য। বাংলাদেশ থেকে নায়িকা হিসেবে অভিনয় করছেন না জেসিয়া। বরং নতুন করে যুক্ত হয়েছেন টিভি অভিনেত্রী আরিয়ানা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।
স্পর্শ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের সুন্দর একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাব।’
নিরবের সঙ্গে জুটিবাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে আমার নায়ক হিসেবে পেয়েছি। আশা করি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’
এ প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে নির্মাতারা কাজ এগিয়ে নিয়েছেন অনেক দূর। আমাদের টিমে নতুন নায়িকা হয়ে যোগ দিয়েছে আরিয়ানা। আমাদের সবার প্রত্যাশা ও খুব ভালো করবেন।’
বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে ‘স্পর্শ’।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫