Ajker Patrika

মন্ত্রীর সামনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের তীব্র সমালোচনা

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
মন্ত্রীর সামনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের তীব্র সমালোচনা

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সামনেই বক্তব্যে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর রশীদ মিয়ার সমালোচনা শুরু করেন একজন বীর মুক্তিযোদ্ধা। এ সময় তাঁকে বক্তব্য বন্ধ করে মঞ্চ থেকে নেমে যেতে বলেন সাবেক কমান্ডার আবদুর রশীদ। একপর্যায়ে তিনি সবার সামনেই ওই মুক্তিযোদ্ধার ওপর ক্ষিপ্ত ও উত্তেজিত হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন। অনুষ্ঠানের শেষ দিন বরগুনার সার্কিট হাউস মাঠে ১ হাজার ২৫০ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এনবিআর সদস্য বরগুনার কেওড়াবুনিয়া এলাকার এনায়েত হোসেন বরগুনার বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ পড়া এবং ভুয়া ব্যক্তিদের তালিকাভুক্তি নিয়ে সমালোচনা শুরু করেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়েছে, ক্যাম্পে দিনের পর দিন না খেয়ে থেকেছে অথচ তাঁদের নাম তালিকায় আসেনি। যাঁরা তখন কিছুই করেনি, তাঁদের নামও তালিকায় এসেছে।’

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশীদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা কে কোথায় কী করেছেন, আমার জানা আছে। অথচ আমি কে এ নিয়ে প্রশ্ন তুলছেন।’ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর রশীদের সমালোচনা শুরু করেন। এনায়েত হোসেন বলেন, ‘আমি শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহনণই করিনি, আমার হাতে অসংখ্য মুক্তিযোদ্ধা তৈরি করেছি। যুদ্ধপরবর্তী সময়ে চাকরি করেছি, দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি।’

এনায়েত হোসেন বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুষ্ঠানে ইনভাইট পাইনি। এমনকি আমার নামে ক্রেস্টও করা হয়নি। আমি যখন এটা জানতে চেয়েছি, তখন আবদুর রশীদ আমাকে প্রশ্ন করে, আমি কে! আমি কে, সেটাই মন্ত্রীর সামনে সবাইকে জানাতে চেয়েছিলাম। কিন্তু আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এমনকি জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট আমাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেছে। আবদুর রশীদ দীর্ঘ বছর ধরে এখানের কমান্ডার। সে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে অনৈতিকভাবে ভুয়াদের মুক্তিযোদ্ধা বানিয়েছে। তার এসব কর্মকাণ্ড মন্ত্রী মহোদয়কে জানাতে চেয়েছিলাম।’

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশীদ বলেন, ‘উনি (এনায়েত) এলাকায় থাকেন না। মঞ্চে হঠাৎ এসে অতিথিদের সামনে বিব্রতকর বক্তব্য দেওয়ার কোনো মানে হয় না। ওনার ক্ষোভ থাকলে সেটা আমাকে বলতে পারতেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত