Ajker Patrika

নেতৃত্বে আসতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ

দিনাজপুর প্রতিনিধি
নেতৃত্বে আসতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ

এক দশক পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার। দীর্ঘদিন পরে অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে জেলার সর্বত্র চলছে আলোচনা। কারা আসছেন জেলার নেতৃত্বে—তা নিয়ে চলছে জল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পরিবর্তে কেন্দ্র থেকেই নাম ঘোষণা দেওয়া হতে পারে। এ দুটি পদ ছাড়াও অন্যান্য পদে জায়গা পেতে দৌড়ঝাঁপ করছেন আগ্রহীরা। পদপ্রত্যাশী নেতা-কর্মীদের ছবিসংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন শোভা পাচ্ছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুসারীরা তাঁদের পছন্দের নেতাদের পক্ষে প্রচার চালাচ্ছেন।

জেলা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সভাপতি শেখ হাসিনার পছন্দ অনুযায়ী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে বিবেচনা করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সামনের আন্দোলন-সংগ্রামসহ সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর শোচনীয় হারের বিষয়গুলো।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৩ ডিসেম্বর। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আসন্ন সম্মেলনে জেলা সভাপতি হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও বর্তমান সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

সাধারণ সম্পাদক পদের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণে জনাদশেক প্রার্থী দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও শিবলী সাদিক রয়েছেন। অন্যদের মধ্যে আছেন বর্তমান কমিটির সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী, মির্জা আশফাক হোসেন, জেলা কমিটির সদস্য ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, সাবেক যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

এদিকে সম্মেলন সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আবুল হাসান মাহমুদ আলী, শিবলী সাদিক, জাকিয়া তাবাসসুম জুঁই প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত