Ajker Patrika

৯ হাজার কোটি টাকারও বেশি খরচ সৌদি প্রো লিগের

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৭: ২৬
৯ হাজার কোটি টাকারও বেশি খরচ সৌদি প্রো লিগের

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম শুরু হয়েছে এ মাসের মাঝামাঝি। তবে গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে ১ সেপ্টেম্বর। ইতিমধ্যে দলবদলে দুটি বড় চমক—মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে নেইমারের সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেওয়া। আর একই ক্লাবের সঙ্গে গত জুনে দুই বছরের সম্পর্ক শেষে পরের মাসে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি।

বরাবরের মতো এবারও সর্বোচ্চ ব্যয়ের তালিকায় শীর্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ। গত মৌসুমে ৩.১০ বিলিয়ন ইউরো ব্যয় করেছিল তারা। তবে নতুন মৌসুমে এখন পর্যন্ত তাদের ব্যয় ২.২০ বিলিয়ন ইউরো; যার মধ্যে চেলসির একার ব্যয় ৩৮৫.১০ মিলিয়ন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ তালিকায় দুইয়ে ইউরোপের কোনো ক্লাব নয়। সদ্য নেইমারকে কেন আল-হিলাল। তাদের ব্যয় ৩৫৩.১০ মিলিয়ন।

মার্কিন ধনকুবের টড বোহেলি গত মৌসুমে চেলসির মালিকানা কেনার পর ২৪ খেলোয়াড় কেনায় ব্যয় করেছিল রেকর্ড ৬১১.৪৯ মিলিয়ন ইউরো। তাদের ধারেকাছেও ছিল না কেউ। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যয় ছিল ২৪৩.২৮ ইউরো।

 এবার চমকে দেওয়ার মতো ব্যয় করেছে সৌদি প্রো লিগ। ইউরোপের সঙ্গে টেক্কা দিতে টাকার বস্তা নিয়ে নেমেছে তারা। নেইমারকে তো কিনেছেই, তার আগে করিম বেনজেমা, এনগোলা কান্তে, রিয়াদ মাহরেজ, সাদিও মানের মতো তারকাদের কিনতে ২০২৩-২৪ মৌসুমে ব্যয় করেছে ৭৭৪.৫৯ মিলিয়ন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাদের দলবদল। তাতে তাদের ব্যয়ের অঙ্কটাও আরও বাড়বে। অথচ গত মৌসুমে তাদের ব্যয় ছিল মাত্র ৪৩.৭৫ মিলিয়ন ইউরো, ব্যয়ের তালিকায় অবস্থা ছিল ২০তম স্থানে।

চলতি মৌসুমে মেসির এমএলএসের ব্যয় ৭৮.৭৬ মিলিয়ন ইউরো। তাদের অবস্থান ১৫তম স্থানে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এবার সবচেয়ে কম ব্যয় লা লিগার। যেখানে তাদের চেয়ে ১২ মিলিয়ন বেশি ব্যয় করেছে চেলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত