Ajker Patrika

প্রতীক নিয়ে কাড়াকাড়ি লটারিতে মীমাংসা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
Thumbnail image

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পঞ্চম ধাপের ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে চেয়ারম্যান পদে একাধিক স্বতন্ত্র প্রার্থী এবং সদস্য প্রার্থী একই প্রতীক দাবি তোলেন। শেষমেশ লটারিতে এই সমস্যার সমাধান করা হয়।

জানা গেছে, ১৩টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট হবে। গতকাল প্রতীক বরাদ্দের দিনে বিভিন্ন ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিশেষ করে আনারস ও চশমা এবং সদস্য প্রার্থীদের বেশির ভাগ ‘মোরগ’ প্রতীক দাবি করেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্যদের পছন্দের শীর্ষে ছিল ছিল মাইক ও তালগাছ প্রতীক। রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেন। কিন্তু প্রার্থীরা অনড় অবস্থানে থাকেন। পরে নিয়মানুযায়ী লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চিরাং ও মোজাফরপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, মোজাফরপুর ইউপির দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস এবং চিরাং ইউপির ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের ৬ জন সদস্য প্রার্থী মোরগ প্রতীক দাবি করেন। পরে তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করতে হয়।

গন্ডা ও গড়াডোবা ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. ছানোয়ার হোসেনও বিভিন্ন পদের প্রার্থীদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, উপজেলার ১৩ ইউপির অধিকাংশ সাধারণ আসন এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা তাঁদের পছন্দের প্রতীক পেতে রীতিমতো লড়াই করেছেন। শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই প্রতীক বরাদ্দের বিষয়টির মীমাংসা করতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত