Ajker Patrika

মূল আসামিদের এখনো ধরতে পারেনি পুলিশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১১: ৩৫
মূল আসামিদের এখনো ধরতে পারেনি পুলিশ

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নয়ন শেখ হত্যা মামলায় এক সাবেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) আসামি করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি সদস্যসহ ২১ জনের নাম নাম উল্লেখসহ মামলা করা আসামি করা হয়েছে। মামলাটিতে আরও ১০ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি। গত শুক্রবার রাতে মামলাটি করেন নিহত নয়ন শেখের বড় ভাই মো. রতন শেখ।

সাবেক ওই এএসপির নাম আব্দুল কাদির। তাঁর বাড়ি কাওরাইদের সোনাব গ্রামে। প্রায় তিন বছর আগে তিনি পুলিশের চাকরি থেকে অবসরে গেছেন। সাবেক এ পুলিশ কর্মকর্তা কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজের বড় ভাই।

মামলার প্রধান আসামি করা হয়েছে যুবলীগকর্মী খায়রুল ইসলাম মীরকে। তিনি কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামি হলেন কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আফাজ উদ্দিন, কাওরাইদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাফাজ উদ্দিন, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, গাজীপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রসি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রনি সরকার।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি বিপ্লবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ বাজারে আওয়ামী লীগ অফিসে ডেকে এনে নয়ন শেখকে অবরুদ্ধ করে মারপিট করা হয়। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যান। সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। খায়রুল মীর ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত