Ajker Patrika

শতকণ্ঠে শুদ্ধ জাতীয় সংগীত

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ২৭
শতকণ্ঠে শুদ্ধ জাতীয় সংগীত

মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে শতকণ্ঠে শুদ্ধ জাতীয় সংগীত গেয়েছে খুদে শিক্ষার্থীরা। এরপর কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশগ্রহণ করে তারা। গতকাল শনিবার সকাল আটটায় মৌলভীবাজার স্টেডিয়ামে শহরের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের একশত শিক্ষার্থী এক সঙ্গে জাতীয় সংগীত গেয়েছেন। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ সমবেত জাতীয় সংগীতের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান এ কর্মসূচির উদ্যোগ নেন। এরপর সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশগ্রহণ করে।

পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরতে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ অতিথিরা। এর আগে মৌলভীবাজার শহরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

ইউএনও সাবরিনা রহমান বলেন, সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীকে শুদ্ধ জাতীয় সংগীত চর্চার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্য থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক শত শিক্ষার্থীকে বাছাই করে একসঙ্গে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন করানো হয়। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চায় উৎসাহী হয় তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত