Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সেই মিলবে রক্ত পরিসঞ্চালন সেবা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৫: ০৩
Thumbnail image

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হয়েছে নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিভাগ। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন।

এ সময় স্ত্রীরোগ বিশেষজ্ঞ আয়েশা আক্তার, অজ্ঞান (অ্যানেসথেসিয়া) চিকিৎসক মুজাহিদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অনুপ বসু, চিকিৎসক আমিনুল বারী, মেডিকেল টেকনোলজিস্ট আনিসুজ্জামান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টেকনোলজিস্ট অহেদুজ্জামান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে চিকিৎসক তন্ময় যখন রোগীদের কল্যাণে নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্বোধন করছিলেন ঠিক তখনই হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) জন্য উপজেলার খাটুয়াডাঙা থেকে শিরিনা খাতুন নামের এক রোগীকে হাসপাতালে আনেন স্বজনেরা। এ সময় রোগীর রক্তের গ্রুপের সঙ্গে (ও পজিটিভ) নিজের গ্রুপ মিলে যাওয়ায় চিকিৎসক তন্ময় নিজেই রোগীকে এক থলে রক্ত দেন। এর পর সেই রক্ত দিয়ে সিজার হয় শিরিনা খাতুনের। মঙ্গলবার হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো মা হন। এ সময় কন্যা সন্তান প্রসব করেন শিরিনা। বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন। শিরিনা মনিরামপুর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

মেডিকেল টেকনোলজিস্ট আনিসুজ্জামান বলেন, ‘ডা. তন্ময় স্যারের আন্তরিকতায় মনিরামপুর হাসপাতালে প্রথমবারের মতো নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিভাগ চালু হয়েছে। রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনের সময় খবর আসে একজন সিজারের রোগী এসেছেন। তাঁর জন্য ‘ও’ পজিটিভ গ্রুপের এক থলে রক্ত লাগবে। ওই সময় রক্ত জোগাড় করা রোগীর স্বজনদের পক্ষে কঠিন ছিল। রোগীর অবস্থা খুব জটিল ছিল। তন্ময় স্যার বিষয়টি জানতে পেরে নিজের গ্রুপের সঙ্গে মিলে যাওয়ায় সঙ্গে সঙ্গে এক থলে রক্ত দিয়েছেন। সেই রক্তে সিজার হয়েছে শিরিনা খাতুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত