Ajker Patrika

নৌকার প্রার্থীর হুমকিতে বাড়ি ছাড়া স্বতন্ত্র প্রার্থী

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪০
নৌকার প্রার্থীর হুমকিতে বাড়ি ছাড়া স্বতন্ত্র প্রার্থী

বীর মুক্তিযোদ্ধা হয়েও নৌকার প্রার্থী হতে পারেননি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবু নৌকার প্রার্থীর হুমকিতে বাড়ি থাকতে পারছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ। গত মঙ্গলবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি এই অভিযোগ করেন।

বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ উপজেলার গণিপুর ইউপির সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ অভিযোগ করেন, মনোনয়নপত্র তোলার দিন থেকে তিনি বাড়িতে থাকতে পারছেন না। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম এনামুল হক ও তাঁর সমর্থকেরা মাঝেমধ্যে তাঁর বাড়ি যাচ্ছেন। নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন। মনোনয়নপত্র বাছাইয়ের দিন তাঁকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেওয়া হয়। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। নৌকার প্রার্থী এস এম এনামুল হকের বাবা আমির আলী শেখ আওয়ামী লীগ বিরোধী ছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আমির আলী ও এনামুল হক আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করেন। নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, দলীয়প্রধান শেখ হাসিনার ছবি এবং নৌকা ভাঙচুর করেন। সে বছর চকমহব্বতপুর উচ্চবিদ্যালয় মাঠে এস এম এনামুল হক দলীয় প্রতীক নৌকা নামিয়ে তাতে আগুন দেয়।

বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ বলেন, ‘কেন্দ্রে তথ্য গোপন করে এনামুলকে মনোনয়নপত্র এনে দেওয়া হয়েছে। এনামুলের ভয়ে প্রচার তো দূরের কথা, বাড়িতেই থাকতে পারছি না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে নৌকার প্রার্থী এস এম এনামুল হককে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নৌকা ভাঙা মানুষ কেন মনোনয়ন পেলেন, সেটা কেন্দ্রকে বলতে হবে। আমি বলতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...