Ajker Patrika

বাবার বিরুদ্ধে ‘মৃত’ ছেলের সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ০৩
বাবার বিরুদ্ধে ‘মৃত’ ছেলের সংবাদ সম্মেলন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সম্পত্তি দখলে নিতে সন্তানকে ‘মৃত’ দেখিয়েছেন জন্মদাতা বাবা আহাম্মদ উল্যা বেপারী। এ ব্যাপারে বাবার বিরুদ্ধে মামলা করেছেন সেই ‘মৃত সন্তান’। সেই বিষয়ে ব্যাখ্যা দিতে গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছেলে এমরান হোসেন জহির প্রকাশ ঝুটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝুটন জানান, তিনি তার বাবা আহাম্মদ উল্যা বেপারী প্রথম স্ত্রী খুরশিদা বেগমের ছেলে। এই ঘরে তার আরেক বোন খাদিজা বেগম লাকি বর্তমানে প্রয়াত। মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে এবং সেই ঘরে সৎ মা এবং তিন বোন রয়েছেন।

ঝুটন বলেন, ‘জন্মদাতা বাবা আমাকে মৃত দেখিয়ে ২০১০ সালের আগস্টের ৮ তারিখে আমাদের স্থানীয় ১১ নম্বর চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তৎকালিন চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী ও সচিবের স্বাক্ষরে নিজের নামে ওয়ারিশ সনদ গ্রহণ করেন। একই তারিখে তিনি আমার বোন খাদিজা বেগম লাকির মৃত্যু সনদ দেখিয়ে নিজেকে একক ওয়ারিশি দেখিয়ে ওয়ারিশ সনদ গ্রহণ করেন। জন্মদাতা বাবা হয়ে তিনি কীভাবে শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের ঔরসজাত সন্তানকে মৃত দেখালেন, যা বিস্ময়।’

প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানেরর সভাপতিত্বে এ সময় ঝুটনের মা খুরশিদা বেগম, স্ত্রী মুক্তা আক্তার, ফুফাতো বোন সরলা বেগম, দেলোয়ার হোসেন এবং এলাকাবাসীর পক্ষে সোহেল ঢালী ও সামছুল আরেফিন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত