Ajker Patrika

দুই ট্রাকের সংঘর্ষে আগুন, আহত ১

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
Thumbnail image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের সংঘর্ষ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকের চালক আহত হন। তাঁকে আশঙ্কাজনক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতী উপজেলার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকামুখী গম বোঝাই ট্রাকের সামনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গমবোঝাই ট্রাকটিতে আগুন লেগে যায়। আগুন লাগা ট্রাকের চালক ও সহকারীকে পাওয়া যায়নি।

সিমেন্ট বোঝাই ট্রাকের চালক হাসানুর রায়হান আপনকে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয় ও উত্তরবঙ্গমুখী লেনে ধীর গতিতে যান চলাচল শুরু করে। আহত আপন পঞ্চগড় সদর উপজেলার ভান্ডারু গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত