Ajker Patrika

খুলনায় ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩০
খুলনায় ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তেরখাদা উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সেমিনারকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদ্‌যাপন অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার হিসেবে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ বছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তেরখাদা এলাকার শামীমা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উত্তর কুশলা এলাকার কবিতা খানম, সফল জননী হিসেবে উত্তর কুশলার পলিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জয় সেনা এলাকার নার্গিস আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শেখপুরা এলাকার রুনা লায়লাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে এ সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি, কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও কর্মচারী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নাজমুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত