Ajker Patrika

জয়পুরহাটে শেখ হাসিনা ছাত্রীনিবাসের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ০০
জয়পুরহাটে  শেখ হাসিনা ছাত্রীনিবাসের উদ্বোধন

জয়পুরহাট সরকারি কলেজে শেখ হাসিনা ছাত্রীনিবাসের উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ দত্ত। গতকাল বৃহস্পতিবার বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এ ছাত্রীনিবাসের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নূর আলম জিকু, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু বক্কর সিদ্দিক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুনসুর রহমান, প্রফেসর সিরাজুল ইসলাম প্রমুখ।

দেবাশীষ দত্ত বলেন, ২০১৮ সালে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাসের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ৫ কোটি টাকা বরাদ্দ ১৩২টি আসনের জন্য। সেই ছাত্রীনিবাস ভবনটির নির্মাণকাজ শেষ হয় ২০২১ সালে। সেই লক্ষ্যে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ছাত্রীনিবাসের উদ্বোধন করা হয়। এতে করে ছাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত