Ajker Patrika

যুবককে গলা কেটে হত্যা জেঠাতো ভাই গ্রেপ্তার

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ৩৬
যুবককে গলা কেটে হত্যা   জেঠাতো ভাই গ্রেপ্তার

কাউনিয়ায় সাইদুল ইসলাম নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জেঠাতো ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে ঘরের মেঝে খুঁড়ে গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনা সাইদুলের জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যার দায় স্বীকার করেছেন। রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। এ হত্যার কারণ এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাইদুলের স্ত্রী বুলবুলি বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সাইদুল। গতকাল সকালে তাঁর জ্যাঠাতো ভাই রফিকুলের বাড়ির কাছে একটি ভুট্টাখেতে রক্তমাখা দা ও মাটিতে রক্তের দাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে সেই রক্তের দাগ অনুসরণ করে রফিকুলের ছোট ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে সাইদুলের গলাকাটা লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে তিনি সাইদুলকে খুন করেছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে রফিকুল বলেছেন, গত শুক্রবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে ঘরের পেছনে সাইদুলকে ঘুর ঘুর করতে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন রফিকুল। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের ভুট্টাখেতে নিয়ে দা দিয়ে সাইদুলকে কোপ দেন রফিকুল। এতে ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়। পরে লাশ নিয়ে রফিকুল তাঁর ঢাকায় অবস্থানরত ছোট ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন।

ওসি আরও জানান, রফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী, রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের স্ত্রী বুলবুলি বেগমকে আটক করা হয়েছে।

এদিকে সাইদুলের বাবা আজিম উদ্দিন বলেন, ৪/৫ বছর আগে জমির আইল নিয়ে সাইদুলের সঙ্গে রফিকুলের হাতাহাতি হয়েছিল। এ ছাড়া তাঁর একমাত্র ছেলে সাইদুল এলাকায় কারও সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলেন না। রফিকুল কেন তাঁর ছেলেকে হত্যা করলেন, এটা তিনি বুঝতে পারছেন না। তবে তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ জানান, রফিকুলের বিরুদ্ধে গরু চুরিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা তাঁকে জানিয়েছেন। সাইদুল হত্যাকাণ্ডে রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছেন কিনা, এ জন্য রফিকুলের স্ত্রী বুলবুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাল মিষ্টি বিতরণে বারণ করেছিলেন, আজ মনোনয়ন স্থগিত—কে এই কামাল জামান

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ