Ajker Patrika

আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ একাংশের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৩
আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ একাংশের

চলতি বছরের ৩০ জানুয়ারি ইসহাক কাদের চৌধুরীকে আহ্বায়ক ও কাজী মো. মহিউদ্দিনকে সদস্যসচিব করে ৪৩ সদস্যের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। কমিটি থেকে বাদ পড়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরী ও তাঁর অনুসারীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর অনুসারীরা।

আসলাম চৌধুরীর সমর্থকেরা বলছেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকা অবস্থায় আসলাম চৌধুরীর হাত ধরে সীতাকুণ্ডের রাজনীতিতে বিএনপির উত্থান হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। দলের দুঃসময়ে হাল ধরার কারণে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের পদ পাওয়ার পাশাপাশি সীতাকুণ্ড ও চট্টগ্রামে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। কিন্তু তিনি দীর্ঘ সাত বছর কারাবন্দী রয়েছেন। এর সুযোগ নিচ্ছেন কিছু নেতা।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। দুঃসময়ে তিনি বিএনপির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তাঁর নেতৃত্বে পরিচালিত হয়েছে আন্দোলন-সংগ্রাম। তিনি দলের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে সাত বছর কারাবন্দী। তাঁর সঙ্গে অসংখ্য মামলায় জর্জরিত হয়েছি আমরা অনেকে।’

পৌর বিএনপির সভাপতি মো. ইউসুফ নিজামী বলেন, কারাবন্দী আসলাম চৌধুরীর নির্দেশনায় এখনো উপজেলা বিএনপি পরিচালিত হয়। কিন্তু একটি মহল নানা অপপ্রচারের মাধ্যমে দলের দুঃসময়ে হাল ধরা এ ত্যাগী নেতাকে মাইনাস করেছে। তাঁর মতামত ছাড়া নিজেদের ইচ্ছেমতো মনগড়া কমিটি গঠন করেছে। আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তাদের এই স্বপ্ন কখনো পূরণ হতে দেবে না।

দলের পদ থেকে সদ্য বাদ দেওয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, কিছু কুচক্রী ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে দলের পদ স্থগিত করিয়েছেন। এসব কুচক্রী আসলাম চৌধুরীর মতামতকে উপেক্ষা করে মনগড়া কমিটি গঠন করেছেন। নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তিনি আরও বলেন, আসলাম চৌধুরীর নাম মুছতে হলে সীতাকুণ্ড উপজেলা থেকে বিএনপির নাম চিরতরে মুছে যাবে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত