Ajker Patrika

শ্রীপুরে সড়কের মাঝে খুঁটি পুঁতে সংস্কারকাজে বাধা

আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ৪৩
শ্রীপুরে সড়কের মাঝে খুঁটি পুঁতে সংস্কারকাজে বাধা

গাজীপুরের শ্রীপুরে নতুন একটি সড়কের নির্মাণকাজের সময় মাঝখানে খুঁটি পুঁতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। এতে করে গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।

শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বটতলা থেকে ধনুয়া ফকির মার্কেট পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলছে। ইতিমধ্যে সড়কটির খননকাজ শেষ করে চলছে বালু ভরাটের কাজ। সড়কের ধনুয়া আহম্মাদীয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন স্থানে সড়কের মাঝখানে কাঠের খুঁটি পুতে কাজে বাধা দিচ্ছেন স্কুলশিক্ষক সলিম উদ্দিন। তিনি শৈলাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঠিকাদারি প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা বলছেন এই বাধা উপেক্ষা করে কাজ শুরু করলে, মামলা করার হুমকি দিয়েছেন ওই স্কুলশিক্ষক। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার মাঝখানে বেশ কয়েকটি কাঠের খুঁটি পোঁতা রয়েছে। স্থানীয়রা জানান, এর আগেও এই স্কুলশিক্ষক সড়ক দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন।

স্থানীয় বাসিন্দা সাইদুল রহমান বলেন, ‘সরকার লাখ লাখ টাকা খরচ করে চলাচলের জন্য সড়ক করে দিচ্ছে। আর একজন শিক্ষক হয়ে সড়কের কাজে বাধা দিচ্ছেন। এর আগেও তিনি সড়কের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রুমাজোল ইসলাম বলেন, ‘এ বিষয়ে স্কুলশিক্ষকের সঙ্গে আলোচনা করেও সমাধানে পৌঁছাতে পারিনি। তিনি আমাদের কথা শুনেছেন না। এ জন্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’

গাজীপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল হক মাদবর বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে গিয়ে সমাধান করার চেষ্টা করব।’

অভিযুক্ত স্কুলশিক্ষক সলিম উদ্দিন এ বিষয়ে বলেন, ‘যে রাস্তায় খুঁটি পোঁতা হয়েছে, এটি আমার জায়গা। আমার জায়গা দিয়ে সড়ক করতে দেব না।’ এই সড়ক তো বহু বছর আগেকার, এখন কেন বাধা দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন স্থায়ীভাবে জমি হাতছাড়া হচ্ছে। সড়ক আরও উত্তর দিকে যাবে। তাঁরা আমার জমির ওপর দিয়ে সড়ক নেওয়ার চেষ্টা করছেন।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল মিয়া বলেন, ‘কাজে বাধা দেওয়ার কারণে সড়কের কাজ বন্ধ রয়েছে। ওই শিক্ষক আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন।’

শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ইউএনও তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়নকাজে বাধা দেওয়া ঠিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত