মিজান মাহী, দুর্গাপুর
হাজার হাজার মাইল উড়াল দিয়ে প্রতিবছরই অতিথি হয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের একটি ডোবায় আসে রাজসরালী পাখি। আরও আসে খয়রা চখাচখি, বালিহাঁস, ছোট সারস, বড় সারস, কাদাখোঁচা, নিশাচর ডুবুরি, গায়ক রেন ও পাতিকুট পাখি।
পাখিদের কলতানে এখন মুখরিত থাকে দুর্গাপুরের আমগাছী গ্রামের ওই ডোবা। অতিথি পাখির সুরক্ষায় গ্রামবাসী বেশ সচেতনও। গ্রামটিতে গঠন করা হয়েছে একটি কমিটি।
অক্টোবর মাসের শুরু থেকে উপজেলার আমগাছী বাজারের পাশের একটি ডোবায় হাজার হাজার অতিথি পাখি আসতে থাকে। এদের মধ্যে রাজসরালী পাখি বেশি। এসব পাখির কলতান শুনতে এবং ঝাঁক দেখতে আশপাশের গ্রামের লোকজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও আসছেন পাখিপ্রেমীরা।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আমগাছী গ্রামের এই ডোবায় অতিথি পাখি আসে তিন বছর ধরে। লোকালয়ের ভেতরে অবস্থিত এ ডোবায় গত বছরও এসেছিল এসব পাখি। শীতের শেষ তারা আবার চলে যায়। এবার গতবারের চেয়ে বেশি পাখি এসেছে অতিথি হয়ে। এক মাস আগে থেকে এসব পাখি আসতে শুরু করে।
আমগাছী বাজারের চা-দোকানি আব্দুল হালিম বলেন, দিনরাত পাখিদের কিচিরমিচির শুনলে মনে হবে, এ যেন এক গহিন অরণ্য।
আমগাছী বাজার হাট কমিটির সভাপতি আবু বাক্কার ছিদ্দিক বলেন, এখানে পাখি শিকার বা উত্ত্যক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এলাকাবাসী পাখির সুরক্ষা দেওয়ায় প্রতিবছরই পাখির সংখ্যা বাড়ছে। এ জন্য হাট কমিটির লোকজন অতিথি পাখির সুরক্ষায় কমিটি গঠন করছে। প্রতিদিন অসংখ্য মানুষ অতিথি পাখি দেখতে আসেন। কেউ ছবি তোলেন, আবার কেউ ভিডিও করেন। কমিটির লোকজন কাউকে পাখি শিকার বা উত্ত্যক্ত করতে দেয় না। শীত কমলে পাখিরা আবার ফিরে যাবে।
হাজার হাজার মাইল উড়াল দিয়ে প্রতিবছরই অতিথি হয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের একটি ডোবায় আসে রাজসরালী পাখি। আরও আসে খয়রা চখাচখি, বালিহাঁস, ছোট সারস, বড় সারস, কাদাখোঁচা, নিশাচর ডুবুরি, গায়ক রেন ও পাতিকুট পাখি।
পাখিদের কলতানে এখন মুখরিত থাকে দুর্গাপুরের আমগাছী গ্রামের ওই ডোবা। অতিথি পাখির সুরক্ষায় গ্রামবাসী বেশ সচেতনও। গ্রামটিতে গঠন করা হয়েছে একটি কমিটি।
অক্টোবর মাসের শুরু থেকে উপজেলার আমগাছী বাজারের পাশের একটি ডোবায় হাজার হাজার অতিথি পাখি আসতে থাকে। এদের মধ্যে রাজসরালী পাখি বেশি। এসব পাখির কলতান শুনতে এবং ঝাঁক দেখতে আশপাশের গ্রামের লোকজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও আসছেন পাখিপ্রেমীরা।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আমগাছী গ্রামের এই ডোবায় অতিথি পাখি আসে তিন বছর ধরে। লোকালয়ের ভেতরে অবস্থিত এ ডোবায় গত বছরও এসেছিল এসব পাখি। শীতের শেষ তারা আবার চলে যায়। এবার গতবারের চেয়ে বেশি পাখি এসেছে অতিথি হয়ে। এক মাস আগে থেকে এসব পাখি আসতে শুরু করে।
আমগাছী বাজারের চা-দোকানি আব্দুল হালিম বলেন, দিনরাত পাখিদের কিচিরমিচির শুনলে মনে হবে, এ যেন এক গহিন অরণ্য।
আমগাছী বাজার হাট কমিটির সভাপতি আবু বাক্কার ছিদ্দিক বলেন, এখানে পাখি শিকার বা উত্ত্যক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এলাকাবাসী পাখির সুরক্ষা দেওয়ায় প্রতিবছরই পাখির সংখ্যা বাড়ছে। এ জন্য হাট কমিটির লোকজন অতিথি পাখির সুরক্ষায় কমিটি গঠন করছে। প্রতিদিন অসংখ্য মানুষ অতিথি পাখি দেখতে আসেন। কেউ ছবি তোলেন, আবার কেউ ভিডিও করেন। কমিটির লোকজন কাউকে পাখি শিকার বা উত্ত্যক্ত করতে দেয় না। শীত কমলে পাখিরা আবার ফিরে যাবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫