Ajker Patrika

চরের ফসলে বন্যার ক্ষতি পোষানোর আশা কৃষকের

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ২২
চরের ফসলে বন্যার ক্ষতি পোষানোর আশা  কৃষকের

বন্যার ধকল কাটিয়ে গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরে চলছে কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা। আবহাওয়া অনুকূলে থাকলে জেগে ওঠা তিস্তার ১৮টি চরে প্রায় ২০ কোটি টাকার ফসল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

সরেজমিনে দেখা গেছে, বর্ষা মৌসুমে ফুলে ফেঁপে ওঠা তিস্তায় এখন নেই তেমন প্রবাহ। বালুচরে সবুজের সমারোহ। চরগুলোতে ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, তরমুজ, মিষ্টিকুমড়া, ধনেপাতা, তামাকসহ বিভিন্ন জাতের ফসল ও সবজি চাষ করছেন কৃষকেরা। সেই ফসল ঘিরেই আগামীর স্বপ্ন বুনছেন তিস্তা পাড়ের মানুষ।

মটুকপুর, চিলাখাল, চর নোহালী, আলাল, ইশোরকোল, খলাইয়ের চর, কাশিয়া বাড়ীর চর, বিনবিনা, চল্লিশসালসহ ১৮টি চরে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে আবাদ হচ্ছে এসব ফসল। গেল বন্যায় কাটা ধানসহ সহায় সম্বল হারানো মানুষগুলো এখন ঘুরে দাঁড়াতে ব্যস্ত সময় পার করছেন ফসল উৎপাদনে।

লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশসালের চরের জাহাঙ্গীর আলম বলেন, ‘গত আমন মৌসুমে হঠাৎ বন্যার কারণে ধান ঘরে তুলতে পারি নাই। জমিতে কাটি থোয়া (রাখা) ধান বানের পানিতে তলিয়ে পচে নষ্ট হয়ে গেছে। ভাত খাওয়ার মতো কোনো ধান ঘরে তুলতে পারি নাই। এবার ৯০ শতক জমিতে ভুট্টা চাষ করছি। ভুট্টা লাগার পরে এখন সার আর তেলের দাম বেড়ে গেছে। কাটা মাড়াইয়ের পর ভালো দাম না পেলে এবারও পথে বসতে হবে।’

সদর ইউনিয়নের গান্নার পাড় চরের ইউসুফ আলী বলেন, ‘এক একর জমিতে আগাম আলু চাষ করছিলাম, বন্যায় সব শ্যাষ হয়ে গেছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে তিন একর জমিতে আবার আলু চাষ করেছি।’

কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল চরের হোদা মিয়া জানান, এবার বন্যায় তাঁর আবাদ করা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে ধার দেনা করে ভুট্টা, তামাক, আলু চাষাবাদ করেছেন।

গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘গত বর্ষায় তিস্তায় উজানের ঢলে গঙ্গাচড়ায় রাস্তা ঘাট, উপবাঁধ ভেঙে ৫০০ হেক্টর জমিতে পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনার আওতায় আনা হচ্ছে। কৃষকেরা যেভাবে ফসলের পরিচর্যা করছেন তাতে আবহাওয়া অনুকূল থাকলে প্রায় ২০ কোটি টাকার ফসল উৎপাদন হবে চরাঞ্চলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত