কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর থানা থেকে ২০০ গজ দূরে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে থানা মোড়ের গিনি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর স্ত্রী গতকাল রোববার সকালে উলিপুর থানায় মামলা করেছেন।
আহত ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন (৩০)। তিনি উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জোনাইডাঙা গ্রামের ইউসুফ আলীর ছেলে। পৌর এলাকায় উলিপুর থানা থেকে ২০০ গজ দূরত্বে থানা মোড়ে হেলথ কেয়ার ফার্মেসি নামে তাঁর একটি ওষুধের দোকান আছে। অভিযোগ ওঠা যুবকের নাম মাসুম ওরফে মাসুদ রানা (৩৫)। তাঁর বাড়ি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হায়াৎ খাঁ কুড়ারপাড় গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আলমগীর হোসেন প্রেসক্রিপশন বুঝে নিতে পাশের গিনি ফার্মেসিতে যান। এ সময় মাসুম পেছন থেকে এসে চাপাতি দিয়ে আলমগীরকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গিনি ফার্মেসিতে থাকা সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে গতকাল সকালে আহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে মাসুম ওরফে মাসুদ রানার নামসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন।
আলমগীরের স্ত্রী ফারজানা বলেন, ‘যে যুবক আমার স্বামীকে কুপিয়েছেন তাঁকে আমরা আগে থেকে চিনি না। তাঁর সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা বা আর্থিক লেনদেন নেই। ওই যুবক কেন আমার স্বামীকে এভাবে কুপিয়েছেন তা আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আর্থিক লেনদেনের কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুড়িগ্রামের উলিপুর থানা থেকে ২০০ গজ দূরে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে থানা মোড়ের গিনি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর স্ত্রী গতকাল রোববার সকালে উলিপুর থানায় মামলা করেছেন।
আহত ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন (৩০)। তিনি উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জোনাইডাঙা গ্রামের ইউসুফ আলীর ছেলে। পৌর এলাকায় উলিপুর থানা থেকে ২০০ গজ দূরত্বে থানা মোড়ে হেলথ কেয়ার ফার্মেসি নামে তাঁর একটি ওষুধের দোকান আছে। অভিযোগ ওঠা যুবকের নাম মাসুম ওরফে মাসুদ রানা (৩৫)। তাঁর বাড়ি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হায়াৎ খাঁ কুড়ারপাড় গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আলমগীর হোসেন প্রেসক্রিপশন বুঝে নিতে পাশের গিনি ফার্মেসিতে যান। এ সময় মাসুম পেছন থেকে এসে চাপাতি দিয়ে আলমগীরকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গিনি ফার্মেসিতে থাকা সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে গতকাল সকালে আহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে মাসুম ওরফে মাসুদ রানার নামসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন।
আলমগীরের স্ত্রী ফারজানা বলেন, ‘যে যুবক আমার স্বামীকে কুপিয়েছেন তাঁকে আমরা আগে থেকে চিনি না। তাঁর সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা বা আর্থিক লেনদেন নেই। ওই যুবক কেন আমার স্বামীকে এভাবে কুপিয়েছেন তা আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আর্থিক লেনদেনের কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪